এই ভেষজ ধূপকাঠি তৈরির জন্য প্রথমে মহিলাদের ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কাজ শেখার পর শুরু হবে আসল কাজ। তখন ভেষজ তেল ব্যবহার করে তৈরি হবে মশা নিধনের ভেষজ ধূপ।
advertisement
বাজারে মশা তাড়াতে যে সমস্ত ধূপ ব্যবহার করা হয় সেই ধূপে ক্ষতির সম্ভাবনা প্রবল। মহিলাদের প্যাকেজিং, মার্কেটিং সমস্ত কিছু শেখানো হবে। দুই বছর ধরে প্রশিক্ষকরা দেখাবেন সমস্ত কাজ। এ প্রসঙ্গে রাখি পুরকাইত নামের এক মহিলা জানিয়েছেন, এই ভেষজ ধূপকাঠি তৈরি শিখে তারা সাবলম্বী হবেন। সেই সঙ্গে তারা ধূপকাঠি তৈরিও শিখছেন। এই কাজ শেখার পর তাদের ধূপের কারখানা তৈরি করার জন্য লোনও দেওয়া হবে।
আরও পড়ুনঃ অতিরিক্ত ঠান্ডায় গর্ভবতী হনুমানের মৃত্যু! শ্রাদ্ধশান্তি, হরিনামের আয়োজন, শোকে বিহ্বল গোটা গ্রাম
এ নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, ‘এই ভেষজ ধূপকাঠি তৈরি হলে আমাদের দেশের ধূপকাঠি তৈরিতে বিভিন্ন কোম্পানিকে উৎসাহিত করা যেতে পারে। আর সেই সব ধূপকাঠি তৈরি করে লাভবান হবেন অনেকে। বিশেষকরে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে মশা মারার ধূপকাঠি তৈরি করা গেলে একদিকে তাদের আয়ের সুযোগ হবে, অপরদিকে মশা তাড়ানোর বিকল্প ব্যবস্থা হবে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে বাজারে এমন ধূপকাঠি নেই বললেই চলে। তবে এই ধূপকাঠি তৈরি হলে আগামীদিনে ভাল সাড়া পড়বে এলাকায় তা আর বলার অপেক্ষা রাখে না।





