Monkey Funeral: অতিরিক্ত ঠান্ডায় গর্ভবতী হনুমানের মৃত্যু! শ্রাদ্ধশান্তি, হরিনামের আয়োজন, শোকে বিহ্বল গোটা গ্রাম
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South 24 Parganas Monkey Funeral: অতিরিক্ত ঠান্ডায় ক্যানিংয়ে মৃত্যু হয়েছে এক সন্তানসম্ভবা স্ত্রী হনুমানের। মৃত হনুমানের আত্মার শান্তির জন্য হোমযঞ্জ, হরিনাম সংকীর্তন ও গীতা পাঠের মধ্যে দিয়ে পারলৌকিক ক্রিয়ার আয়োজন করেন গ্রামবাসীরা।
দক্ষিণ ২৪ পরগনা,ক্যানিং, সুমন সাহা: টানা কয়েকদিন ধরে যেভাবে ঠান্ডা পড়ছে দক্ষিণবঙ্গে তাতে সাধারণ মানুষ এমনিতেই কাবু হয়ে যাচ্ছে। তার উপরে জীবজন্তুদের কথা তো না বললেই নয়। ক্যানিংয়ে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যু হয়েছিল এক সন্তানসম্ভবা স্ত্রী হনুমানের। ঘটনাটি ঘটেছিলে ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামে।
এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন গ্রামের হাজার হাজার মানুষজন। এর পর স্থানীয় ওই এলাকার এক বাসিন্দা বাবলু নস্করের নেতৃত্বে মৃত হনুমানকে মাতলা নদী সংলগ্ন এন্ডোলের শ্মশানে সমাধীস্থ করা হয় গত ২ জানুয়ারী শুক্রবার সকালে। শাস্ত্র তিথি মেনে তিন দিন পরে মঙ্গলবার হনুমানের আত্মার শান্তির জন্য গ্রামবাসীরা মিলিতভাবে পারলৌকিক ক্রিয়ার আয়োজন করেন।
advertisement
আরও পড়ুনঃ কনকনে ঠান্ডায় কাকভোরে প্রাক্তন সেনাকর্মীর বাড়ির সিঁধ কাটল চোর! ৩০ লক্ষ টাকার সামগ্রী উধাও, রেইকি করে ‘বড় দাঁও’
সেই উপলক্ষে সকাল থেকে হোমযঞ্জ, হরিনাম সংকীর্তন ও গীতা পাঠের মধ্যদিয়ে মৃত সন্তানসম্ভবা হনুমানের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হয়। এদিনের কর্মযঞ্জে গ্রামবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এছাড়া কিছু সমাজসেবী ও এক গ্রামীন চিকিৎসক এগিয়ে এসেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন পারলৌকিক কাজের শেষে প্রায় ২০০০ মানুষের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন গ্রামবাসীরা। এছাড়া এলাকার মানুষের দাবি, তারা আগামী দিনে এই এলাকায় মৃত হনুমানের একটি আবক্ষ মূর্তি স্থাপন করবেন। পাশাপাশি হনুমানজীর স্মরণ রাখতে গ্রামের একটি রাস্তার নতুন নামকরণ হবে। যাতে এলাকার মানুষ এই হনুমানে কথা ভুলে না যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 06, 2026 1:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Monkey Funeral: অতিরিক্ত ঠান্ডায় গর্ভবতী হনুমানের মৃত্যু! শ্রাদ্ধশান্তি, হরিনামের আয়োজন, শোকে বিহ্বল গোটা গ্রাম









