আরও পড়ুন: ব্লেড হাতে ছয় ছাত্রীর হুমকি! দক্ষিণেশ্বরের বালিকা বিদ্যালয়ে যা ঘটে গেল, তা দেখলে চমকাবেন
চাহিদা কম, কাঁচামালের চড়া মূল্য, প্রতিযোগিতায় টিকতে না পেরে কেমন যেন হারিয়ে যেতে বসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। আর যার কারণে ক্রমেই ঘনিয়ে আসছে এ পেশার আকাল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দক্ষিণ বারাসাত সমস্ত এলাকার পাল পাড়াতে গেলে দেখা যাবে এ পেশার অনেকেই এখন পৈতৃক পেশা ছেড়ে দিয়ে কেউ বা রিকশা চালান, আর কেউ বা দিনমজুরের কাজ করছেন। যারা এ পেশা ছাড়তে পারেননি, তারা আজও চালিয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে, সপ্তাহের শেষ দিকে আরও নামবে তাপমাত্রার পারদ
এ প্রসঙ্গে এক মৃৎশিল্পীরা জানান, বর্তমানে মানুষের ব্যবহারিক জীবনে মৃৎশিল্পের আর বিশেষ ভূমিকা নেই। একটা সময় ছিল যখন মাটির তৈরি হাঁড়ি থালা বাসন, দেবদেবীর পুজোর সরঞ্জাম বিকল্প ছিল না। তাই এই শিল্পের ভবিষ্যৎ খুঁজে না পাওয়ার জন্য আজ আর প্রতিযোগিতায় টিকতে পারছে না। ফলে বাপ-দাদার পেশা ছেড়ে অনেকে অন্য পেশার দিকে ঝুঁকে পড়েছেন।
শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, গোটা দেশে এ পেশায় নেমে এসেছে নেমে এসেছে এক চরম বিপর্যয়। এই ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে কারো কোনো মাথাব্যথা নেই। অথচ এ শিল্পের মাধ্যমে একদিকে যেমন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব, তেমনিভাবে প্রাচীন সভ্যতায় স্মরণীয় হয়ে থাকবে এ পেশাটি।
সুমন সাহা