North 24 Parganas News: ব্লেড হাতে ছয় ছাত্রীর হুমকি! দক্ষিণেশ্বরের বালিকা বিদ্যালয়ে যা ঘটে গেল, তা দেখলে চমকাবেন
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: ব্লেড হাতে স্কুলেই শিক্ষিকাদের হুমকি ছাত্রীদের, কারণ জানলে চমকে উঠবেন
উত্তর ২৪ পরগনা: ব্লেড হাতে স্কুলে ছাত্রীরা এ কী কাণ্ড ঘটালেন! স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকায় ছাত্রীদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ শুনেই হুমকি! অভিযোগ, স্কুলে রীতিমতো তাণ্ডব চালালেন অভিভাবকরা। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হল ব্লেড হাতে ছাত্রীদের সেই হুমকির মুহূর্তের ভিডিও। ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে।
আরও পড়ুন – শীতকালে ঠান্ডা না গরমজলে স্নান করবেন? একটা ছোট্ট ভুল জীবন করতে পারে ছারখার
ক্লাসে অনুপস্থিত থাকার ফলে একাদশ শ্রেণির ছ’জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সেই নির্দেশ জেনে স্কুলে এসে ব্লেড হাতে রীতিমতো হুমকি দিতে থাকেন ওই ছাত্রীরা। তাণ্ডব চালায় ছাত্রীর অভিভাবকেরাও।
advertisement
advertisement
আরও কপি পড়তে ফলো করুন – https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্কুলের ভেতর শিক্ষিকাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। স্কুলের ভেতরে হাতে ব্লেড উঁচিয়ে আত্মহত্যারও হুমকি দেয় ছাত্রীরা। স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে চেয়ার থেকে জোর করে তুলে সেই চেয়ারেই ছাত্রীদের এক অভিভাবক বসে পড়েন এবং প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদেরও হুমকি দিতে থাকেন এমন ভিডিও সামনে এসেছে।
advertisement
গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণেশ্বর থানার পুলিশদের ছুটে আসতে হয় স্কুলে। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্কুলের প্রাক্তনীরাও। যদিও বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও রকম প্রতিক্রিয়া না দিয়ে মুখে কুলুপ এটেছে।
Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 12:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ব্লেড হাতে ছয় ছাত্রীর হুমকি! দক্ষিণেশ্বরের বালিকা বিদ্যালয়ে যা ঘটে গেল, তা দেখলে চমকাবেন