জানা গিয়েছে, মানসিক ভারসাম্য ওই যুবতী স্নান করতে গিয়েছিলেন। তখন এই মর্মান্তিক কাণ্ড হয়েছে বলে দাবি করেছেন পরিবাররে সদস্যরা। বুধবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণ পুর গ্রামে সামনে এসেছে এই ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পাপিয়া মন্ডল।
আরও পড়ুন : দেশরক্ষায় ৪০ বছরের লড়াই, জওয়ান ঘরে ফিরতেই ধুমধাম করে বরণ করল গ্রামবাসী! পুরুলিয়ায় মন ভাল করা ছবি
advertisement
পরিবার সূত্রে খবর, মৃতার বয়স আনুমানিক ২৫ বছর। এদিন স্নান করতে কোনওভাবে পা পিছলে পড়ে যান বলে অনুমান করছেন পরিবারের সদস্যরা। পরে দেহ ভেসে উঠতে দেখতে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে আনা হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। পরিবারের লোকজন দেহ উদ্ধার করে বালিহাট খোলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : দারিদ্রের সঙ্গে লড়াই করে সাফল্যের এভারেস্টে! প্রশান্তর হস্তশিল্প বিদেশেও বিপুল জনপ্রিয়
এরপর গোসাবা থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার জেরে রীতিমতো ভেঙে পড়েছেন যুবতীর মা, বাবা। পরিবার সূত্রে খবর, যুবতীর কিছু মানসিক সমস্যা ছিল। তবে এমন কিছু হতে পারে, সেই আশঙ্কা কখনও ছিল না। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
