আরও পড়ুনঃ শ্যালিকার কথাতেই চলে স্কুল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অভিভাবকদের
অন্যদিকে জম্বুদ্বীপের কাছে এফবি বাবা মল্লেশ্বর নামের একটি ট্রলার দুর্ঘটনাগ্রস্থ হয়। এই ট্রলারে ১৯ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটিতে লাইফ জ্যাকেট থাকায় সমস্ত মৎস্যজীবীরাই সমুদ্রে ভাসতে থাকে। এরপর কাছে থাকা অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ওই ট্রলারের সকল মৎস্যজীবী সুস্থ আছেন।
advertisement
তবে, সাগরের বেগুয়াখালির মৎস্যজীবীদের যখন সমুদ্রতটে আনা হয় তখন দেখা যায় তাদের মধ্যে ২ জন গুরুতর আহত অবস্থায় ছিলেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ণিমার ভরা কোটাল ও আবহাওয়া খারাপ থাকার কারণে এই ঘটনা ঘটেছে। যদিও আবহাওয়া খারাপ থাকার সতর্কীকরণ দেওয়া সত্বেও কিভাবে মৎস্যজীবীরা সমুদ্রে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রাশাসনিক ভাবে এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।
নবাব মল্লিক