এদিকে কিছুতেই বাঘটিকে ধরা সম্ভব হচ্ছে না। বাঘ এমনিতে বুদ্ধিমান প্রাণী। এখন ধান কাটার মরশুম চলছে। সে সব কাজ এখন লাটে ওঠার জোগাড়। সন্ধ্যার পর আর বাইরে বের হচ্ছেন না কেউই। উপেন্দ্রনগরের তমলুকপাড়া জঙ্গলে রবিবার বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। তারপর বনকর্মীরা জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে দেন। এরপর বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। পাতা হয় খাঁচা।
advertisement
আরও পড়ুন : ১০ দিনের ট্রেনিংয়ে খুলে গেল ভাগ্যের তালা, পাট থেকে হাতে আসবে মোটা টাকা! ঘরে বসে আয় করবেন মহিলারা
বর্তমানে জানা গিয়েছে জঙ্গল বরাবর প্রায় চার কিলোমিটার পথ হেঁটে সেটি পৌঁছায় দিন্দা পাড়ায়। গ্রামবাসীদের অনুমান, ধান খেতের পাশের খালে সেটি জল খেতে এসেছিল। এদিকে বারবার সকলকে সতর্ক করতে প্রশাসন। নাইলনের জাল দিয়ে প্রায় চার কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে একবার এই এলাকায় বাঘ ঢুকেছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারপর আবার এইবার বাঘ এসেছে। বর্তমানে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানিয়েছেন, গ্রামবাসীদের ভয় কাটাতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নাইলনের ফেন্সিং যাতে সবসময় থাকে সেটি দেখা হচ্ছে। বাঘ ধরার প্রচেষ্টা চলছে। দক্ষিণ ২৪ পরগনার এডিএফও পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, বাঘটিকে ধরার জন্য ৪৫ জনের একটি দক্ষ দল কাজ করছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।





