পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকার প্রায় ৫০ টি হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সেই মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। তারপর উদ্ধার হওয়া সেই মোবাইলগুলি এদিন প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : মোবাইলেই সর্বনাশ! বাবার বকুনি শুনে বাড়ি ছাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী, উৎকণ্ঠায় পুরো পরিবার
advertisement
নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি প্রাপকরা। থানার এই উদ্যোগে এলাকাজুড়ে তৈরি হয়েছে প্রশংসার পরিবেশ। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পুলিশের তৎপরতায় ফের সেই মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে খুশি প্রাপকরা।
আরও পড়ুন : সুন্দরবনে ম্যানগ্রোভের ‘শিরে সংক্রান্তি’, পোকায় খেয়ে ফাঁকা করে দিচ্ছে জঙ্গল! সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা
জানা গিয়েছে, গত কয়েক মাসে প্রায় ৫০টি মোবাইল হারানোর অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রযুক্তিগত সূত্র ধরে ফোনগুলি উদ্ধার করা হয়েছে। হারানো ফোন হাতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগ নাগরিকরা খুশি।
