অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ, NADT-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ন রাজু, এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুরের প্রিন্সিপাল স্বামী একচিত্তানন্দ। তাঁদের হাতেই অনুষ্ঠানের উদ্বোধন হয়।
আরও পড়ুন: উত্তরবঙ্গে মাছের রাজা, স্বাদে ফেল ইলিশও! সেই মাছের মড়ক, তিস্তায় ভেসে উঠছে শয়ে শয়ে
advertisement
কয়েকশো দৃষ্টিহীন পড়ুয়াদের ক্রিকেট থেকে ফুটবল নানান খেলাধুলার, পাশাপাশি সঙ্গীত পরিবেশনা, বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করে দিনটি। শিশুদের উৎসাহ দেখে উপস্থিত অতিথিরাও অভিভূত হন। সুরভী ভার্মা গর্গ বলেন, এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের আত্মনির্ভর করে তোলা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় আমরা সবসময় পাশে থাকব। স্বামী একচিত্তানন্দ মহারাজ বলেন, স্বামীজীর আদর্শে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের স্বনির্ভর হয়ে ওঠার লক্ষে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে। সারাদিন ব্যাপী এই উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা আরও একবার উজ্জ্বল হয়ে উঠল বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে।






