TRENDING:

South 24 Parganas News: নরেন্দ্রপুরে দৃষ্টিহীন পড়ুয়াদের আত্মনির্ভরতার পাঠ, উৎসাহ দেখে আবেগে ভাসলেন অতিথিরা

Last Updated:

South 24 Parganas News: বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের আত্মনির্ভর হওয়ার উদ্দেশ্যে পার্পল ফেয়ারের আয়োজন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, নরেন্দ্রপুর, সুমন সাহা: বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিজেদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছরই এই সময় ‘পার্পেল ফেয়ার আয়োজন করা হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। আর সেই উপলক্ষে এ বছর ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স (NADT) কলকাতা রিজিওনাল ক্যাম্পাস এবং প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়ন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ’ একাডেমির যৌথ উদ্যোগে ব্লাইন্ড বয়েজে আয়োজিত হল দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘পার্পেল ফেয়ার।
পার্পেল ফেয়ার
পার্পেল ফেয়ার
advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ, NADT-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ন রাজু, এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুরের প্রিন্সিপাল স্বামী একচিত্তানন্দ। তাঁদের হাতেই অনুষ্ঠানের উদ্বোধন হয়।

আরও পড়ুন: উত্তরবঙ্গে মাছের রাজা, স্বাদে ফেল ইলিশও! সেই মাছের মড়ক, তিস্তায় ভেসে উঠছে শয়ে শয়ে

advertisement

কয়েকশো দৃষ্টিহীন পড়ুয়াদের ক্রিকেট থেকে ফুটবল নানান খেলাধুলার, পাশাপাশি সঙ্গীত পরিবেশনা, বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করে দিনটি। শিশুদের উৎসাহ দেখে উপস্থিত অতিথিরাও অভিভূত হন। সুরভী ভার্মা গর্গ বলেন, এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের আত্মনির্ভর করে তোলা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

তাদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় আমরা সবসময় পাশে থাকব। স্বামী একচিত্তানন্দ মহারাজ বলেন, স্বামীজীর আদর্শে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের স্বনির্ভর হয়ে ওঠার লক্ষে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে।  সারাদিন ব্যাপী এই উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা আরও একবার উজ্জ্বল হয়ে উঠল বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নরেন্দ্রপুরে দৃষ্টিহীন পড়ুয়াদের আত্মনির্ভরতার পাঠ, উৎসাহ দেখে আবেগে ভাসলেন অতিথিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল