সেই কথা ইতিমধ্যে মুখে মুখে ঘুরছে মৌসুনি এলাকার বাসিন্দাদের মুখে। মৌসুনির বালিয়াড়াতে জন্ম কাশ্মীরার। বাড়িতে অভাব তাদের নিত্যসঙ্গী। সেই অবস্থার মধ্যেই কাশ্মীরার বিয়ের জন্য একাধিক প্রস্তাব আসে বাড়িতে। কিন্তু হায় মানেনি কাশ্মীরা। নিজের বিয়ে আটকানো ছাড়াও সে স্কুলছুট বাচ্চাদের স্কুলে ফেরানো সহ আরও একাধিক সামাজিক কাজ করে সে।
আরও পড়ুন : উখড়াবাসীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ! দূর হবে রেল গেট যন্ত্রণা
advertisement
কোনও জিনিস শেখা আর বাস্তবের মাটিতে প্রয়োগ করে তার ব্যবহার করার যে প্রক্রিয়া তাতে অনেকদূর এগিয়ে গিয়েছে কাশ্মীরা। বর্তমানে কাশ্মীরার বয়স ১৬ বছর। সে চায় আরও পড়াশোনা করতে। চোখে স্বপ্ন পুলিশ হওয়ার। প্রথমে এই কাজ করতে গিয়ে বাধা এসেছিল বাড়ির লোকজনের কাছ থেকে। পরে বাধা দেয় প্রতিবেশীরাও। কিন্তু থেমে থাকেনি কাশ্মীরার যাত্রা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে রাজ্য সরকারের কাছ থেকে বীরাঙ্গনা পুরষ্কার পেয়েছে সে। এই পুরস্কার পেয়ে খুশি কাশ্মীরা খাতুন। খুশি মৌসুনি দ্বীপের স্থানীয় বাসিন্দারাও। কাশ্মীরা যে স্কুলে পড়ে সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম মাইতি জানিয়েছেন কাশ্মীরার এই পুরষ্কার স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে উদাহরণ হয়ে থাকল। তিনি কাশ্মীরার জীবনে সাফল্য কামনা করেছেন।





