এই আগুন লাগার ফলে প্রায় তিন হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায় বলে জানা গিয়েছে। তবে কিভাবে এই আগুন লাগলো তাঁর তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।
আরও পড়ুন – Skin Care Tips: শুষ্ক আবহাওয়ায় বাড়ছে বলিরেখা, এক নিমেষে ত্বকে আনুন যৌবনের ছোঁওয়া, রইল চিকিৎসকের টিপস
advertisement
এ প্রসঙ্গে পোল্ট্রি ফার্মের মালিক তিনি জানান বিভিন্ন থেকে ঋণ নিয়ে বাড়িতে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলি। এ ফার্মের থেকে যেটা আয় হয়। সেই রোজগারের টাকা দিয়ে আমার পরিবারের সংসার চলত। এখন সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি করবো তা ভেবে উঠতে পারছিনা।শীতকালে সাধাণত অন্ধকারে লোকজন বাইরে থাকে না। মুরগির ফার্মটি আমার একদম বাড়ির কাছেই।
হঠাৎ দেখি পোল্ট্রি ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর লোকজনদের ডাকাডাকি করছে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে কোনোভাবে জল দিয়ে নেভানোর চেষ্টা করি। যদিও পড়ে দমকল আসে। আমার এই পোল্টি ফার্মে ছোট-বড় মিলিয়ে প্রায় তিন হাজার মুরগি ছিল সব মুরগি পুড়ে মারা গিয়েছে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকারও বেশি।
Suman Saha






