অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল তাঁর লোকসভা এলাকার একটি স্টেশন নিয়ে রেলমন্ত্রীকে প্রশ্ন করেন। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের মাতলা স্টেশনে দিনের পর দিন যৎসামান্য ট্রেন দাঁড়াচ্ছে বলে জানান তিনি। সাংসদের অভিযোগ, ২০২১ সালে এই স্টেশন উদ্বোধনের পর থেকে কার্যত বঞ্চিত। দিনে সর্ব সাকুল্যে দু’জোড়া ট্রেন দাঁড়ায়।
advertisement
অগাস্ট মাসে লোকসভার প্রশ্নোত্তর পর্বেও এই বিষয়টি উত্থাপন করেছিলেন প্রতিমা। কিন্তু এখনও সমস্যার সমাধান না হওয়ায় শীতকালীন অধিবেশনেও ফের সমস্যার কথা জানালেন। তিনি দাবি করেন, আরও দু’জোড়া ট্রেন যাতে সকালে ও সন্ধ্যায় এই স্টেশনে দাঁড়ায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাংসদ বলেন, এই স্টেশনে সমস্ত ট্রেন না দাঁড়ানোর কারণে এলাকার মানুষকে ট্রেনে উঠতে পাশের স্টেশনে যেতে হয়। অর্থ ও সময়-দুটোই অপচয় হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ বলেন, একটি স্টেশনে কত যাত্রী প্রতিদিন ওঠানামা করেন, টিকিটের চাহিদা কত এই সব মাপকাঠি দেখে তবেই হল্ট স্টেশনে আরও ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।






