এই হাসপাতালটি মূলত ব্লক হাসপাতাল হলেও অনেক দূরবর্তী ও সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন এর উপর নির্ভর করেন। ফলে এখানে পরিষেবা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ে। এবার এখানেই সিজার করা থেকে শুরু করে অত্যাধুনিক এক্স-রে, ইসিজির মতো সকল পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও অনেক পরিষেবা দ্রুত চালু হবে। কয়েক কোটি টাকা ব্যয়ে হাসপাতালটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্গম এলাকায় যাওয়ার জন্য আনা হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা যান।
advertisement
পুরনো ভবন সংস্কার করে ঝাঁ চকচকে হয়ে উঠেছে রায়দিঘি হাসপাতাল। হাসপাতাল ভবনের সংস্কার, পরিকাঠামোগত উন্নয়ন সহ আরও অনেক কাজ হচ্ছে। এই হাসপাতালটি গ্রামীণ হাসপাতাল হলেও এখানে রোগী ভর্তির সংখ্যা অনেক। এই হাসপাতালের উপর নির্ভর করেন পাথরপ্রতিমা, কুলতলি, মথুরাপুর ১ ও ২ নং ব্লকের অনেক মানুষজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রোজ এখানে কয়েক হাজার রোগী আসেন। ফলে এখানকার পরিকাঠামো বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছিল। তার উপর হাসপাতাল ভবনটি পুরনো হয়ে যাওয়ায় সেখানে অনেক অসুবিধা হচ্ছিল। বর্তমানে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। জোরকদমে ইনডোর ভবন সংস্কারের কাজ চলছে। এছাড়াও এমপি ল্যাড ও বিধায়ক তহবিলের টাকা থেকে আরও অন্যান্য কাজ করা হবে। ফলে খুশি সকলেই।





