কৌশিকী অমাবস্যার কোটালের জেরে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা বকখালি, কৈখালী, মৌসুনি দ্বীপ, সাগর-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করার কাজ করা হচ্ছে। পর্যটক থেকে শুরু করে স্থানীয় লোকজন প্রত্যেককেই সমুদ্র স্নানে নিষেধ করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকার আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। দফায় দফায় চলছে বৃষ্টি। কৌশিকী অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠেছে। সিভিল ডিফেন্সের এক কর্মী বলেন, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে ইতিমধ্যে সমুদ্র উত্তাল রয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সকল পর্যটকরা সমুদ্র স্নান করছেন তাদের সমুদ্র থেকে তুলে দেওয়া হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বলেন, আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে নিম্নচাপে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কৌশিকী অমাবস্যার কোটালের জোড়া ফলার কারণে ইতিমধ্যে উত্তাল হয়ে গিয়েছে উপকূল তীরবর্তী এলাকার নদ নদী। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের এবং পুণ্যার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।