TRENDING:

সমুদ্রে বেড়াতে যাবেন ভাবছেন! ভুলেও এখন প্ল্যান করবেন না, পর্যটকদের সমুদ্র স্নানে কড়া নিষেধাজ্ঞা

Last Updated:

বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং কোটালের জোড়া ফলায় উত্তাল নদী সমুদ্র। চলছে প্রশাসনিক নজরদারি, মাইকিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং কৌশিকী অমাবস্যার জোড়া ফলায় উত্তাল বঙ্গোপসাগর। নিম্নচাপের কারণে বেশ কয়েকদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় চলছে বৃষ্টির ঝড়ো ইনিংস। ইতিমধ্যেই নিম্নচাপের কারণে দক্ষিণ ২৪ পরগনার মৎস্য দফতরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দফতরের জারি করা নিষেধাজ্ঞা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা বন্দরে ফিরে এসছেন।
advertisement

আরও পড়ুনঃ নিম্নচাপের সঙ্গে অমাবস্যার জোড়া ফলা! ঢেউয়ের দাপটে কপিলমুনি আশ্রমের সমুদ্রতট ভেঙেচুরে একাকার! কী পরিস্থিতি গঙ্গাসাগরে?

কৌশিকী অমাবস্যার কোটালের জেরে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা বকখালি, কৈখালী, মৌসুনি  দ্বীপ, সাগর-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করার কাজ করা হচ্ছে। পর্যটক থেকে শুরু করে স্থানীয় লোকজন প্রত্যেককেই সমুদ্র স্নানে নিষেধ করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে থইথই করছে চারিদিক, অবাধে ঘুরছে বিষাক্ত সাপখোপ! জল যন্ত্রণার এমন দৃশ্য আগে দেখেনি ‘এই’ এলাকাবাসী

View More

দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকার আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। দফায় দফায় চলছে বৃষ্টি। কৌশিকী অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠেছে। সিভিল ডিফেন্সের এক কর্মী বলেন, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে ইতিমধ্যে সমুদ্র উত্তাল রয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সকল পর্যটকরা সমুদ্র স্নান করছেন তাদের সমুদ্র থেকে তুলে দেওয়া হচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বলেন, আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে নিম্নচাপে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কৌশিকী অমাবস্যার কোটালের জোড়া ফলার কারণে ইতিমধ্যে উত্তাল হয়ে গিয়েছে উপকূল তীরবর্তী এলাকার নদ নদী। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের এবং পুণ্যার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমুদ্রে বেড়াতে যাবেন ভাবছেন! ভুলেও এখন প্ল্যান করবেন না, পর্যটকদের সমুদ্র স্নানে কড়া নিষেধাজ্ঞা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল