সেই সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এই ঘটনায়।
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি ওই ব্যক্তি মোবাইলে কথা বলছিলেন ফলে তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি। এই ঘটনা যাতে না ঘটে, সেজন্য রেল কর্তৃপক্ষ একাধিকবার প্রচার চালিয়েছে। কিন্তু এতেও সতর্ক হচ্ছে না স্থানীয়রা। ট্রেন লাইন ধরে হাঁটলে দ্রত স্টেশনে পৌঁছন যায়। সেইজন্য অনেকেই এই পথ ব্যবহার করেন। কিন্তু এতে বিপদ বাড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর এলাকায় আরও সচেতনতামূলক প্রচার প্রয়োজন বলে তাঁদের দাবি। রেললাইনের পাশে যে রাস্তা সেই রাস্তায় গেলে জীবনহানি এড়ানো যাবে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে বেশি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা রাস্তার বদলে রেললাইন ব্যবহার করেন প্রায়শই। ফলে দুর্ঘটনা বাড়ে। এই ঘটনার পর আরও সতর্ক হবে সকলকে, এমনটাই দাবি করছেন সকলে।






