TRENDING:

South 24 Parganas News: ইলিশ, ভোলা...! শীতের শুরুতে 'মাছে ভাতে বাঙালি'দের জন্য চরম খারাপ খবর, মাছ নিয়ে বাড়ছে আশঙ্কা

Last Updated:

South 24 Parganas News: এখন ইলিশ কিনতে গিয়ে গায়ে ছ্যাঁকা লাগছে সকলের। তাও অন্যান্য সামুদ্রিক মাছের উপর ভরসা করছিল মৎস্যজীবীরা। কিন্তু এবার অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে না, তেমন একটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সমুদ্রে মাছের জোগান কম, বন্ধের মুখে একাধিক ট্রলার। সমুদ্রে যে পরিমাণ ট্রলার যেত তার ৬০ শতাংশ ট্রলার বন্ধ হয়ে রয়েছে। খরচ তুলতেই হিমশিম অবস্থা তাদের। এর মধ্যেই বাজারে মাছের জোগান কম। ইলিশের দেখা তো ছিল না এবছর। ফলে এখন ইলিশ কিনতে গিয়ে গায়ে ছ্যাঁকা লাগছে সকলের। তাও অন্যান্য সামুদ্রিক মাছের উপর ভরসা করছিল মৎস্যজীবীরা। কিন্তু এবার অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে না, তেমন একটা।
advertisement

বাঙালি মানেই একটাই উপমা খাটে ‘মাছে ভাতে বাঙালি’ আর সেই উপমাই এখন মিলছে না আম বাঙালির জন্য। কারণ বাজারে দেখা নেই সামুদ্রিক মাছ-সহ ইলিশের। ছোট মাছ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় মৎস্যজীবী থেকে ব্যবসায়ীরা বলছে বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছ আসছে না। ট্রলারে যে পরিমাণ মাছ আসছে সেই মাছের দাম অগ্নিমূল্য।

advertisement

আরও পড়ুন: কু-ঝিকঝিক…! ‘গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস’ ট্রেনে ক্লাস, খুশিতে ডগমগ পড়ুয়াদের উপচে পড়া ভিড়

অন্যদিকে ট্রলার সমিতি ও মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, গভীর সমুদ্রে ট্রলার পাঠাতে তেল, বরফ ও লেবার করে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে তাদের। সেই তুলনায় মাছ মিলছে না গভীর সমুদ্রে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইলিশ, ভোলা...! শীতের শুরুতে 'মাছে ভাতে বাঙালি'দের জন্য চরম খারাপ খবর, মাছ নিয়ে বাড়ছে আশঙ্ক
আরও দেখুন

আর এই লোকসান মেটাতে অত্যাধিক পরিমাণে ছোট মাছ ধরা হচ্ছে বলে অভিযোগ। যে কারণে ধীরে ধীরে মাছ কমে যাচ্ছে। অন্যদিকে বড় বড় পণ্যবাহী জাহাজ যাওয়ার ফলে তেল পড়ে দূষিত হচ্ছে জল ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এই সমস্যা বাড়তে থাকলে একসময় মাছ পাওয়া নাও যেতে পারে‌। ফলে ভবিষ্যতের জন্য ভাবতে হবে সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ইলিশ, ভোলা...! শীতের শুরুতে 'মাছে ভাতে বাঙালি'দের জন্য চরম খারাপ খবর, মাছ নিয়ে বাড়ছে আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল