বাঙালি মানেই একটাই উপমা খাটে ‘মাছে ভাতে বাঙালি’ আর সেই উপমাই এখন মিলছে না আম বাঙালির জন্য। কারণ বাজারে দেখা নেই সামুদ্রিক মাছ-সহ ইলিশের। ছোট মাছ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় মৎস্যজীবী থেকে ব্যবসায়ীরা বলছে বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছ আসছে না। ট্রলারে যে পরিমাণ মাছ আসছে সেই মাছের দাম অগ্নিমূল্য।
advertisement
আরও পড়ুন: কু-ঝিকঝিক…! ‘গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস’ ট্রেনে ক্লাস, খুশিতে ডগমগ পড়ুয়াদের উপচে পড়া ভিড়
অন্যদিকে ট্রলার সমিতি ও মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, গভীর সমুদ্রে ট্রলার পাঠাতে তেল, বরফ ও লেবার করে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে তাদের। সেই তুলনায় মাছ মিলছে না গভীর সমুদ্রে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর এই লোকসান মেটাতে অত্যাধিক পরিমাণে ছোট মাছ ধরা হচ্ছে বলে অভিযোগ। যে কারণে ধীরে ধীরে মাছ কমে যাচ্ছে। অন্যদিকে বড় বড় পণ্যবাহী জাহাজ যাওয়ার ফলে তেল পড়ে দূষিত হচ্ছে জল ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এই সমস্যা বাড়তে থাকলে একসময় মাছ পাওয়া নাও যেতে পারে। ফলে ভবিষ্যতের জন্য ভাবতে হবে সকলে।





