School Building: কু-ঝিকঝিক...! 'গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস' ট্রেনে ক্লাস, খুশিতে ডগমগ পড়ুয়াদের উপচে পড়া ভিড়

Last Updated:

Purulia School Building: কাশীপুরের গগনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে এবং শিশুদের শিক্ষা ও আনন্দের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করেছে।

+
ট্রেনের

ট্রেনের কামরার আদলে স্কুলের শ্রেণিকক্ষ

পুরুলিয়া, শান্তনু দাস: হঠাৎ দেখলে আপনার মনে হতেই পারে যেন একটা ট্রেনের কামরা দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে তা একেবারেই নয়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলিকেই ট্রেনের কামরার রূপ দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার কাশীপুরের গগনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের এই অনন্য উদ্যোগ এখন ছাত্রছাত্রীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। দূর থেকে তাকালে বোঝাই মুশকিল, দরজা, জানালা, বাইরের রঙ, নকশা সবকিছুই যেন প্রকৃত ট্রেনের কামরার অনুকরণে সাজান। যে ট্রেনের আবার নাম দেওয়া হয়েছে ‘গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস।’
এই সৃজনশীল প্রচেষ্টা শুধু দৃষ্টিনন্দনই নয়, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতেও এক অভিনব উদ্যোগ। আর তার ফলও মিলছে হাতেনাতে, পড়ুয়াদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো। আজ এই স্কুলের পরিবেশ শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবক ও আশেপাশের মানুষের কাছেও হয়ে উঠেছে অনুসরণের মতো এক সফল মডেল। শিক্ষা যে আনন্দের মাধ্যমে সহজেই গ্রহণযোগ্য হতে পারে, গগনাবাদ প্রাথমিক বিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ।
advertisement
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ পাল জানান, “গতানুগতিক শ্রেণিকক্ষে দীর্ঘ সময় পড়াশোনা করার কারণে শিশুরা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে। সেই কারণেই অনেকে স্কুলে আসতে আগ্রহ দেখায় না। তাই ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাশীপুরের গগনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে এবং শিশুদের শিক্ষা ও আনন্দের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করেছে। শিক্ষা যে আনন্দের মাধ্যমে সহজেই গ্রহণযোগ্য হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ‘গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস।’ এর ফলে শিশুদের স্কুলে আসা বেড়েছে আগের থেকে অনেক বেশি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School Building: কু-ঝিকঝিক...! 'গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস' ট্রেনে ক্লাস, খুশিতে ডগমগ পড়ুয়াদের উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement