TRENDING:

South 24 Parganas News: মাত্র ৬২ দিনে যা হল পশ্চিমবঙ্গে, নজিরবিহীন! গোটা দেশও এবার এই পথেই হাঁটবে

Last Updated:

South 24 Parganas News: শুক্রবার ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ৬২দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কৃপাখালি এলাকায় বছর ন’য়েকের এক বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় ধৃত মোস্তাকিন সর্দারকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় দোষী সব্যস্ত করেন। শুক্রবার ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
advertisement

ঘটনার ৬২ দিনের মাথায় এই রায় দেওয়া হল ভারতীয় ন্যায় সংহিতার ১০৩, ৬৬ ধারা ও পকসো ৬ ধারায়। মৃত্যুদণ্ড দেওয়া হয় মোস্তাকিন সরদারকে। দু’মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন কৃপাখালির গ্রামবাসীরা ও নির্যাতিতার বাবা-মা।

আরও পড়ুন: মুখেই বড় কথা! ফের ভারতের থেকে ‘সাহায্য’ পেল বাংলাদেশ! এবার যা গেল ওপারে, শুনে চমকে উঠবেন কিন্তু

advertisement

পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ বরাবরই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছিলেন। এলাকায় বেশ কয়েকদিন ধরে ফাঁসির দাবিতে প্রতিবাদ করতে দেখা গেছে গ্রামবাসীদের। এমন কি দেহ আটকেও প্রতিবাদ সামিল হয়েছেন গ্রামের বাসিন্দারা। আর এই রায়ে পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা আনন্দিত। কারণ প্রকৃত দোষীর ফাঁসির সাজা হয়েছে।

View More

গত ৪ অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল ওই বালিকা। সেই সময়েই মোস্তাকিন তাকে সাইকেলে তুলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে খুনও করে সে। নাবালিকা নির্যাতিতার বাবা মা বলেন, ”আমরা অত্যন্ত খুশি। প্রশাসনের উপর আমাদের আস্থা ছিল। সঠিক বিচার আমরা পাব। এখন দেখার বিষয় কবে তার ফাঁসি হয়, যতদিন না ফাঁসি হয় আমার মেয়ের আত্মা শান্তি পাবে না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—-সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাত্র ৬২ দিনে যা হল পশ্চিমবঙ্গে, নজিরবিহীন! গোটা দেশও এবার এই পথেই হাঁটবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল