TRENDING:

South 24 Parganas News: এবার হাতের মুঠোয় জয়নগরের মোয়া তৈরির আসল উপাদান, ছুটে বেড়াতে হবে না প্রস্তুতকারকদের

Last Updated:

মোয়া তৈরির অন্যতম উপাদান এবার প্রস্তুতকারকদের হাতের মুঠোয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: মোয়া তৈরির অন্যতম উপাদান কনকচূড় ধান। এই ধানের খই দিয়ে তৈরি হয় সুস্বাদু জয়নগরের মোয়া। কনকচূড় ধান সংগ্রহ করে আনতে মোয়া প্রস্তুতকারকদের আগে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ছুটতে হত। এই সমস্যা সমাধানে জয়নগর ১ নম্বর ব্লকের কৃষিবিভাগ আতমা প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল কনকচূড় ধানের বীজ। সেই বীজই এবার জয়নগরে চাষ করা হয়েছিল। এখন জমি থেকে সেই ধান চাষ কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে মোয়া তৈরির প্রক্রিয়া।
advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এখন মোয়ার গুণগত মান বজায় রাখা ও এর উৎপাদন বাড়ানোর দিকে নজর দিয়েছে। তাদের পরামর্শে জয়নগর ১ নম্বর ব্লকের বহডু ক্ষেত্র, খাকুরদহ, রাজাপুর-করাবেগ চালতাবেড়িয়া এই ধরনের চাষ শুরু করেছে কৃষিবিভাগ। কনকচূড় ধানের চাষ মূলত হয় রায়দিঘির কাশীনগর, মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরে। মোয়ার মরশুম শুরুর আগে এসব এলাকা থেকে ধান নিয়ে গিয়ে তবেই মোয়া তৈরি শুরু হত। এতে খরচও যেমন বেশি পড়ত, তেমনই গুণগত মান বজায় রাখতে গিয়ে নানা সমস্যা হত।

advertisement

আরও পড়ুন: ডিম,পাউরুটি, দুধ, চিনি দিয়ে বাড়িতেই চটজলদি বানান ব্রেড পুডিং! রইল সহজ রেসিপি

আরও পড়ুন: ‘ধাপাস বল’ খেলেই লক্ষ টাকা পুরস্কার, বহরু মেতেছে এই খেলায়

ব্যবসায়ীরা জানান, মোয়ার গুণগত মান নির্ভর করে কনকচূড় ধানের উপর। বাজারে এই ধানের ঘাটতি থাকায় অনেক অসাধু ব্যবসায়ী অন্য ধানের খই দিয়ে মোয়া তৈরি করতেন। এর সমাধানে ব্লক কৃষিবিভাগ কনকচূড় ধানের চাষ প্রসারের উদ্যোগ নিয়েছিল। সুফলও মিলছে। তিন বিঘা জমিতে কনকচূড় ধান চাষ করা হয়েছিল। ভালই ফলন হয়েছে। ফলে এবার আর দূরে ধান কিনতে যেতে হবে না। কয়েক দিনের মধ্যে ধান তোলার কাজ শুরু হবে। এরপর সেই ধান রোদে ফেলে ও শিশিরে রেখে কড়াইয়ে তপ্ত বালিতে ভেজে খই হবে। সেই খই দিয়েই তৈরি হবে মোয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এবার হাতের মুঠোয় জয়নগরের মোয়া তৈরির আসল উপাদান, ছুটে বেড়াতে হবে না প্রস্তুতকারকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল