কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা বাংলাদেশ নৌসেনা প্রমাণ তুলে দিল ভারতীয় মৎসজীবীরা। উদ্ধার করা ভারতীয় ট্রলার থেকে বাংলাদেশ যুদ্ধ জাহাজের টুকরো, লেগে থাকা রঙ প্রমাণ হিসাবে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় ফিসিং বোটে লেগে থাকা বাংলাদেশী নৌসেনার জাহাজের ভগ্নাংশ প্রমাণ হিসাবে তুলে দেওয়া হয়েছে আইসিজির ডেপুটি কমান্ডেন্টের হাতে। এই খবর নিশ্চিত করেছেন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র।
advertisement
যদিও এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের টহলদার জাহাজ দিয়ে ধাক্কা মেরে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করছে বাংলাদেশ নৌসেনা। সে দেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল সামিউদদৌলা চৌধুরী এক বিবৃতিতে দাবি করেছেন, “সম্প্রতি কিছু কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে।
আরও পড়ুন: ঘন কুয়াশার জের, রানাঘাটে নামতেই পারল না মোদির কপ্টার! ফিরল কলকাতায়
বাংলাদেশে ফৌজের দাবি, দক্ষিণ ২৪ পরগনার নামখানার ট্রলার পারমিতা-১০ দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সময় তাদের নৌসেনার টহলদার জলযান ছিল ১২ মাইলেরও বেশি দূরে ছিল। বিবৃতিতে লেখা হয়েছে, “সোমবার (১৫-১২-২০২৫) বাংলাদেশ সময় ১৫১৫ ঘটিকায় ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) থেকে মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার, ঢাকাকে ই-মেল এর মাধ্যমে জানানো হয় যে, পারমিতা-১০ নামে একটি ভারতীয় মাছধরার ট্রলার বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় ১৬ জন জেলে-সহ ডুবে গিয়েছে। ভারতীয় অপর একটি মাছধরার ট্রলার আইএফবি রঘুপতি কর্তৃক এ পর্যন্ত পারমিতা-১০ এর ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বাকি ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন।
এবার ভারতীয় মৎস্যজীবীদের প্রমাণ তুলে দেওয়ায় মুখ পুড়েছে বাংলাদেশের। প্রমাণ সহ সবকিছু মৎস্যজীবীরা তুলে দিয়েছে। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে মৎস্যজীবীদের মনে।
