পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়ি সোনারপুরের দিক থেকে তেমাথার দিকে যাচ্ছিল। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলে দাবি। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইট পোস্টে ধাক্কা মারে। তারপর সোজা গিয়ে রাস্তার ধারের দোকানঘরে ঢুকে পড়ে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের।
advertisement
এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালকও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য দেখা যায়। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিত্যদিন রাজ্যের নানা প্রান্তে পথ দুর্ঘটনার খবর সামনে আসে। এবার এমনই এক ভয়াবহ দুর্ঘটনায় দুই কিশোর প্রাণ হারাল। সোনারপুরের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালকও। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।






