TRENDING:

South 24 Parganas News: সোনারপুরে বেপরোয়া গতির বলি দুই কিশোর! 'দানব' গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু, পরিবারে হাহাকার

Last Updated:

South 24 Parganas News: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে একটি প্রাইভেট গাড়ি সোনারপুরের দিক থেকে তেমাথার দিকে যাচ্ছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইট পোস্টে ধাক্কা মারে। তারপর সোজা গিয়ে রাস্তার ধারের দোকানঘরে ঢুকে পড়ে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর, সুমন সাহাঃ সোনারপুরের ঘাসিয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই নাবালক। মৃতেরা এলাকারই বাসিন্দা, দেবকুমার ও সাগর সরকার নামে বছর ১৬-র দু’জন কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাবার সঙ্গে সাগরের শেষবার কথা হয়েছিল। রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার কথা জানিয়েই ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিল তাঁরা। এরপর বাবা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পান।
ঘটনাস্থলে গাড়ির বিভিন্ন অংশ পড়ে রয়েছে
ঘটনাস্থলে গাড়ির বিভিন্ন অংশ পড়ে রয়েছে
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়ি সোনারপুরের দিক থেকে তেমাথার দিকে যাচ্ছিল। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলে দাবি। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইট পোস্টে ধাক্কা মারে। তারপর সোজা গিয়ে রাস্তার ধারের দোকানঘরে ঢুকে পড়ে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের।

আরও পড়ুনঃ দাদার স্কুটি থেকে পড়ে যেতেই বোনকে পিষে দিল বাস! র*ক্তে মাখামাখি জাতীয় সড়ক, কাকদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনা

advertisement

এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালকও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য দেখা যায়। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এগরার গ্রামে গ্রামে পৌঁছবে মোবাইল মেডিক্যাল ভ্যান! তারিখ-সহ তালিকা দিল প্রশাসন
আরও দেখুন

নিত্যদিন রাজ্যের নানা প্রান্তে পথ দুর্ঘটনার খবর সামনে আসে। এবার এমনই এক ভয়াবহ দুর্ঘটনায় দুই কিশোর প্রাণ হারাল। সোনারপুরের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালকও। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সোনারপুরে বেপরোয়া গতির বলি দুই কিশোর! 'দানব' গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু, পরিবারে হাহাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল