South 24 Parganas News: দাদার স্কুটি থেকে পড়ে যেতেই বোনকে পিষে দিল বাস! র*ক্তে মাখামাখি জাতীয় সড়ক, কাকদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনা

Last Updated:

South 24 Parganas News: কাকদ্বীপে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার সকালে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বেসরকারি বাস পিষে দিল বছর ১৭-র এক তরুণীকে।

কাকদ্বীপে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
কাকদ্বীপে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। পথের বলি হলেন এক তরুণী। বুধবার ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের সামনে। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বেসরকারি বাস পিষে দিল তরুণীকে। জানা যাচ্ছে, মৃতের নাম সঙ্গীতা দাস (১৯)। বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার পূর্ব গঙ্গাধরপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে একটি স্কুটিতে করে দাদা ও বৌদির সঙ্গে সঙ্গীতা যাচ্ছিলেন। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ওই স্কুলের সামনে একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে ঘটল অঘটন। স্কুটির পিছনে বসে থাকা সঙ্গীতা নিয়ন্ত্রণ রাখতে না পেরে আচমকাই স্কুটি থেকে পড়ে যান।
আরও পড়ুনঃ অভাব ঘোচাতে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হল না, কেরলে পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যু! ভেঙে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী
সেই সময় পিছন থেকে আসছিল একটি বাস। তরুণী উঠে দাঁড়ানোর আগেই কাকদ্বীপের দিকে আসা বেসরকারি বাস তাকে পিষে দিয়ে চলে যায়। তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সঙ্গীতাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা বছর ১৯-এর তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দাদার স্কুটি থেকে পড়ে যেতেই বোনকে পিষে দিল বাস! র*ক্তে মাখামাখি জাতীয় সড়ক, কাকদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনা
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement