কুলতলী থানার তদন্ত রিপোর্টে সত্য ফাঁস। আদালতে পুলিশের রিপোর্ট দিয়ে জানায়, কুলতলী থানার গোপালগঞ্জ পঞ্চায়েত প্রধানের ডিজিটাল সই দিয়ে বানান হয় জীবিতের মৃত শংসাপত্র। শাবানা লস্করের নামে ওঠে ডেথ সার্টিফিকেট।
শাবানা লস্করের বাবা শাহাদুল লস্কর। বাবা ও মেয়ের নাম একই, গ্রাম একই। কিন্তু দাদুদের নাম আলাদা।
আরও পড়ুন: ১০ টাকায় এক ডজন! মুর্শিদাবাদের মহিলাদের তাক লাগানো ছোট্ট বিজনেস আইডিয়া, অঢেল আয়ের মূলে বিশেষ পাঁপড়
advertisement
কৃষকবন্ধু প্রকল্পে সুবিধা নিতেই এক শাহাদল লস্কর অন্য শাহাদুলের মেয়ের নামে ডেথ সার্টিফিকেট বার করে। গোপালগঞ্জ পঞ্চায়েত প্রধান স্বীকার করে নিয়েছেন, পঞ্চায়েত সহায়িকা ভুল বুঝিয়ে তার ডিজিটাল সই ব্যবহার করে জাল ডেথ সার্টিফিকেট তুলেছে। ২৪/৪/২৫ মৃত্যু দেখান হয়, যার সার্টিফিকেট প্রদান হয় ১৫ মে ২০২৫।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, “এই যে ডেথ সার্টিফিকেট সম্পূর্ণ অনলাইনে করা হয়েছে। অনলাইন আবেদন করার পর পঞ্চায়েতের যে জিপি কর্মী ছিলেন ডকুমেন্টগুলি সাবমিট করার সময় ডিজিটাল সিগনেচার হয়ে বেরিয়ে এসেছে। আদালত যে তথ্য চেয়েছে সেগুলি আমরা তা জমা করেছি এবং আগামী দিনে আরও তথ্য যদি আদালত চায় তা আমরা কোর্টের কাছে জমা করব।”






