প্রশাসন তরফ থেকে এই মুহূর্তে বেশ কয়েকটি মাটি কাটার ড্রেজার কাজ করছে। দিন ও রাত মিলিয়ে প্রায় সর্বক্ষণ কাজ করছে। কারণ বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা ২০২৬। এই পরিস্থিতিতে মেলার সময় দিনের বেশিরভাগ সময় মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা চালু রাখাই প্রশাসনের মূল লক্ষ্য। তাই এদিন সোমবার গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া।
advertisement
এদিন সেচমন্ত্রী প্রথমে কাকদ্বীপের লট নম্বর আটে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ ঘুরে দেখেন। তার পাশাপাশি ড্রেজিং এর কাজ নিয়ে কথা বলেন দফতরের আধিকারিকদের সঙ্গেও। পরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য রওনা দেন সাগরের উদ্দেশ্যে।
আরও পড়ুন: এই ব্যবসা ‘লক্ষ্মীর ভান্ডার’, কম বিনিয়োগে প্রতিদিন মোটা লাভ! টেস্ট পেলে মানুষ সকাল-বিকাল ছুটে আসবে
সবমিলিয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এই মুহূর্তে চরমে। মেলার আয়োজনে কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। তাই দিনরাত মিলিয়ে চলছে কাজ। বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত দফতরের আধিকারিকরাও প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না। তাই মেলার বেশ খানিকটা আগে চলছে সবরকমের প্রস্তুতি।
