এছাড়াও রয়েছে মুড়িগঙ্গা নদীর উপর নয়া সেতুর কাজ শুরুর সূচনা করার কথাও। ফলে সাগরদ্বীপের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত যে সফরসূচি তাতে ৫ জানুয়ারি তিনি সাগরে পৌঁছবেন। সেখানে পৌঁছেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করবেন তিনি। ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: পেশাদারদের পাশাপাশি মঞ্চে অভিনয় পড়ুয়াদের, তিন দিনের নাট্য উৎসব বেলদায়! জানুন চলবে কতদিন
advertisement
এখান থেকেই দ্রুত সেতু নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করা হবে। তিনি যখন দক্ষিণ ২৪ পরগনার সাগরে যাবেন, তখন সেখান থেকেই সেতুর শিলান্যাস করবেন। মুড়িগঙ্গার উপর এই সেতু নির্মাণ হলে তীর্থযাত্রীদের আর ভেসেলের অপেক্ষা করতে হবে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ হবে। ৪ বছরের মধ্যে শেষ হবে সেতুর কাজ। কেন্দ্রীয় সরকার এর জন্য কোনও অর্থ না দিলেও রাজ্য সম্পূর্ণ নিজের খরচে এই সেতু নির্মাণ করবে। মুড়িগঙ্গা নদীর উপর ৪ কিলোমিটার দীর্ঘ হবে এই গঙ্গাসাগর সেতু। আর এই সেতুর কাজের সূচনা ঘিরে এই মুহূর্তে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সাগরদ্বীপের বাসিন্দারা এখন ৫ জানুয়ারির অপেক্ষায় রয়েছেন, তারপর তাদের স্বপ্ন পূরণ হবে।





