কুলতলির পূর্ব গুড়গুড়িয়া গ্রামের বাসিন্দা গণেশ দাস সুন্দরবনের নদীতে মাছ-কাঁকড়া ধরে সংসার চালান। বৃহস্পতিবারও নিজের নৌকা নিয়ে গিয়েছিলেন সুন্দরবনের কুমিরমারির জঙ্গলের সুরু খাড়ির মধ্যে। সেখানে কাঁকড়া ধরার জন্য সুতো ফেলার সময় হঠাৎই পাশের জঙ্গল থেকে বিশাল আকৃতির একটি রয়্যাল বেঙ্গল টাইগার তাঁর দিকে আক্রমণ করে। হাতের কাছে থাকা লাঠি বৈঠা নিয়ে বাঘকে তাড়ানোর উদ্দেশ্যে জলে ও পাশের জঙ্গলে মারতে থাকেন।
advertisement
আরও পড়ুন: হুড়হুড় করে চর্বি ঝরে ওজন কমবে, এই পাতার গুণ ম্যাজিকের মতো! জানুন
আরও পড়ুন: মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড করার নিয়ম জানা আছে? জানুন সবচেয়ে সহজ প্রক্রিয়া
তা সত্ত্বেও বাঘ তাঁর উপর আক্রমণ করে। বাঘের সঙ্গে লড়াই করে কোনও ক্রমে মুখে ও ঘাড়ে গভীর ক্ষত নিয়ে নিজেকে বাঁচিয়ে ফিরে আসেন গ্রামে। বাঘের হাতের থাবায় গুরুতর জখম হন ওই মৎস্যজীবী। গণেশের মুখে ও ঘাড়ে বাঘ থাবা বসিয়েছে। পুলিশ ও বন দফতর সূত্রে খবর, সকালে পূর্ব গুড়গুড়িয়ায় গণেশ দাস বাঘের আক্রমণে আহত হন। তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে যাওয়ার বৈধ কাগজ তাঁর কাছে ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
অর্পন মন্ডল