এবার একটানা বৃষ্টির জেরে ধানগাছের গোড়ায় জল জমে থাকায় শিস হলেও ফলন হয়নি। চাষিদের দাবি বিঘের পর বিঘে কৃষি জমির জন্য একটি মাত্র জলপথ। নিকাশি ব্যবস্থা বেহাল।হওয়ায় যা দিয়ে জমে থাকা জল বের হয়নি। তারা এর ফলে ব্যাপক ক্ষতির মুখে।পড়েছেন। কার্যত ঋণ নিয়ে তাদের চাষ করতে হয়। ফসল উঠলে তা বিক্রি করে তারা ঋণশোধ করেন। এবার ফসল না হওয়ায় তারা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। এই বিষয়ে বারুইপুর ব্লকের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে অনেকেই শস্যবীমা করেন নি। অতিবৃষ্টির ফলে চাষ ক্ষতিগ্রস্ত বলে মনে করছেন।
advertisement
আরও পড়ুন: এবার হাতের মুঠোয় জয়নগরের মোয়া তৈরির আসল উপাদান, ছুটে বেড়াতে হবে না প্রস্তুতকারকদের
আরও পড়ুন: ডিম,পাউরুটি, দুধ, চিনি দিয়ে বাড়িতেই চটজলদি বানান ব্রেড পুডিং! রইল সহজ রেসিপি
সরকারিভাবে কোন সাহায্য করা যায় কিনা তা দেখা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তবে চাষিদের বক্তব্য বর্তমানে স্যাটেলাইট ছবির মাধ্যমে বিচার করা হয় ফসল হয়েছে কিনা। এই পদ্ধতিতে সঠিকভাবে বিচার করা যায় না বলে জানিয়েছেন তারা। তবে সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে চাষিরা।
সুমন সাহা