TRENDING:

 South 24 Parganas News: মোটর ভ্যান চাপতেই দুম করে ভেঙে পড়ল কালভার্ট! বন্ধ সুন্দরবনের অন্যতম যোগাযোগের রাস্তা

Last Updated:

সুন্দরবনের যোগাযোগের অন্যতম মাধ্যম কালভার্ট ভেঙে যাতায়াত আচমকা বন্ধ রাস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলি: সুন্দরবনের যোগাযোগের অন্যতম মাধ্যম কালভার্ট ভেঙে যাতায়াত আচমকা বন্ধ হয়ে পড়ায় সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা। দ্রুত মেরামতের আশ্বাস দিলেন বিডিও। কালভার্ট ভেঙে বিছিন্ন হয়ে গেল যাতায়াতের রাস্তা। এমন ঘটনাটি ঘটেছে কুলতলি থানার জালাবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের পাখিরালা এলাকায়।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মটর চালিত ভ্যান নিয়ে পার হওয়ার সময় আচমকা হুড় মুড়িয়ে ভেঙে পড়ে কালভার্টটি। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তার একটি কালর্ভাট হওয়াতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। আর তাতেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আশেপাশের চারটি গ্রামের কয়েক হাজার মানুষকে। তাছাড়া অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের। প্রায় কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তাদেরকে ঘুরপথে যেতে হচ্ছে। পাশাপাশি ঘুরপথে যাতায়াত করার জন্য অতিরিক্ত টাকাও খরচ করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

advertisement

আরও পড়ুন: মানুষের মল আর ফেলে দেওয়া যাবে না! এবার নতুন প্রকল্পে হবে রোজগার, চালু হল বাংলায়

আরও পড়ুন: কী এমন ঘটল গঙ্গাসাগরে! আতঙ্কে নেওয়া হচ্ছে নেদারল্যান্ডসের সাহায্য, জানলে অবাক হবেন

View More

স্থানীয়দের দাবি, পঞ্চায়েত কিংবা প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই কালভাটটি সংস্কারের কাজ করা হোক। এ ব্যাপারে স্থানীয় জালাবেড়িয়া এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি জানান, “পাখিরালা এলাকায় রাস্তার ওপর থাকা একটি কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। আমি এব্যাপারে বিডিও সহ প্রশাসনিক দফতরের জানিয়েছি, যাতে দ্রুত এই সমাধান মেটানো যায় তা আমি দেখছি।” এ বিষয়ে কুলতলির বিডিও বলেন, “আমি বিষয়টি শুনেছি। স্থানীয় প্রধানকে বলেছি বিষয়টা দেখার জন্য। আর আমি নিজে ওই জায়গাটা পরিদর্শন করব। তবে যাতে দ্রুত ঐ কালভার্টটি মেরামত করা যায় কিনা দেখছি।” প্ৰশাসনের তরফ থেকে আশ্বাস মিললেও কবে তা ফলপ্রসূ হয় সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের করুণ অবস্থা! হাজার আলোর ভিড়ে সমাজের 'অন্ধকার' দেখবেন এই মণ্ডপে
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
 South 24 Parganas News: মোটর ভ্যান চাপতেই দুম করে ভেঙে পড়ল কালভার্ট! বন্ধ সুন্দরবনের অন্যতম যোগাযোগের রাস্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল