স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মটর চালিত ভ্যান নিয়ে পার হওয়ার সময় আচমকা হুড় মুড়িয়ে ভেঙে পড়ে কালভার্টটি। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তার একটি কালর্ভাট হওয়াতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। আর তাতেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আশেপাশের চারটি গ্রামের কয়েক হাজার মানুষকে। তাছাড়া অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের। প্রায় কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তাদেরকে ঘুরপথে যেতে হচ্ছে। পাশাপাশি ঘুরপথে যাতায়াত করার জন্য অতিরিক্ত টাকাও খরচ করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement
আরও পড়ুন: মানুষের মল আর ফেলে দেওয়া যাবে না! এবার নতুন প্রকল্পে হবে রোজগার, চালু হল বাংলায়
আরও পড়ুন: কী এমন ঘটল গঙ্গাসাগরে! আতঙ্কে নেওয়া হচ্ছে নেদারল্যান্ডসের সাহায্য, জানলে অবাক হবেন
স্থানীয়দের দাবি, পঞ্চায়েত কিংবা প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই কালভাটটি সংস্কারের কাজ করা হোক। এ ব্যাপারে স্থানীয় জালাবেড়িয়া এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি জানান, “পাখিরালা এলাকায় রাস্তার ওপর থাকা একটি কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। আমি এব্যাপারে বিডিও সহ প্রশাসনিক দফতরের জানিয়েছি, যাতে দ্রুত এই সমাধান মেটানো যায় তা আমি দেখছি।” এ বিষয়ে কুলতলির বিডিও বলেন, “আমি বিষয়টি শুনেছি। স্থানীয় প্রধানকে বলেছি বিষয়টা দেখার জন্য। আর আমি নিজে ওই জায়গাটা পরিদর্শন করব। তবে যাতে দ্রুত ঐ কালভার্টটি মেরামত করা যায় কিনা দেখছি।” প্ৰশাসনের তরফ থেকে আশ্বাস মিললেও কবে তা ফলপ্রসূ হয় সেটাই দেখার।
সুমন সাহা