TRENDING:

South 24 Parganas News: পুকুরপাড়ে যেতেই আত্মারাম খাঁচা! শুয়ে রয়েছে আস্ত কুমির, দক্ষিণ গোবিন্দপুরে আতঙ্ক, দেখুন ভিডিও

Last Updated:

South 24 Parganas News: এই কুমিরটি খুবই ছোট, সেক্ষেত্রে পুকুরে বড় কুমির থাকতে পারে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য মতো সত্যিই কুমির আছে কিনা বন দফতরের কর্মীরা সেটি দেখছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ শীতকাল পড়তেই দক্ষিণ গোবিন্দপুরে বের হল কুমির। তাঁকে দেখতে পুকুরপাড়ে ভিড় জমান গ্রামবাসীরা। জানা গিয়েছে, বন দফতরের কর্মীরা ইতিমধ্যেই একটি ছোট কুমির ধরে ফেলেছেন। সেখানে বড় কুমির আছে কিনা সেটাও দেখা হচ্ছে।
advertisement

আসলে শীতকালে রোদ পোহাতে কুমির খোলা জায়গায় বের হয়। এক্ষেত্রে সেই রকমই হয়েছে বলে মনে করা হচ্ছে। নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে ঢুকে পড়ে কুমিরটি। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন স্থানীয় এক বাসিন্দা গ্রামের এক পুকুরপাড়ে কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন। তিনি মোবাইলে একটি ছবি তুলে নেন। এরপর বিষয়টি গ্রামবাসীদের জানান।

advertisement

আরও পড়ুনঃ কালনা ছুটতে হবে না! এবার পূর্বস্থলীতেই মিলবে চিকিৎসা পরিষেবা, স্থানীয় হাসপাতালে শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা

নিজের চোখে কুমির দেখতে গ্রামবাসীরা ভিড় করে পুকুরপাড়ে আসেন। ততক্ষণে অবশ্য কুমির পুকুরে নেমে গিয়েছে। কিছুক্ষণ পর ফের পুকুরের জলে সেটিকে ভাসতে দেখা যায়। এরপর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরা ভগবতপুর কুমির প্রকল্পে খবর দেন। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পুকুরটিতে জল বেশি থাকার কারণে প্রথমে ধরা সম্ভব হয়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পুকুরের জল কমিয়ে কুমিরটিকে ধরা হয়েছে। ফলে খুশি সকলেই।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁতালের আতঙ্কে কাঁটা জঙ্গলমহল! হাতি-মানুষ সংঘাতের নেপথ্যে 'বিশেষ' কারণ, জানাচ্ছেন গবেষকরা
আরও দেখুন

যদিও এই কুমিরটি খুবই ছোট, সেক্ষেত্রে পুকুরে বড় কুমির থাকতে পারে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য মতো সত্যিই কুমির আছে কিনা বন দফতরের কর্মীরা সেটি দেখছে। ইতিমধ্যে পাথরপ্রতিমা থানাতেও খবর দেওয়া হয়েছে। কুমির ধরা দেখতে পুকুরপাড়ে ভিড় জমান স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে চরম তৎপরতা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পুকুরপাড়ে যেতেই আত্মারাম খাঁচা! শুয়ে রয়েছে আস্ত কুমির, দক্ষিণ গোবিন্দপুরে আতঙ্ক, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল