প্রায় এক মাস ধরে এই নোংরা আবর্জনা সরানো হচ্ছে না বলেই অভিযোগ। এদিকে প্রতিদিনই হাসপাতালের নতুন বর্জ্য এখানে এসে জমা পড়ছে। বর্জ্য রাখার ঘরগুলি ভর্তি হয়ে তা রাস্তায় ছড়াতে শুরু করেছে ইতিমধ্যেই। আর সেখান থেকেই কুকুর বিড়াল-সহ নানা ধরনের গবাদি পশুরা সেই আবর্জনার স্তূপ ঘাঁটছে। এদিকে মশা, মাছিও বসেছে সেই আবর্জনার স্তূপে। কিন্তু দিনের পর দিন এই ঘটনা ঘটলেও এই আবর্জনা পরিস্কারের কোন উদ্যোগ হাসপাতালের তরফ থেকে নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ।
advertisement
এ প্রসঙ্গে হাসপাতাল সুপার বলেন, এক মাস ধরে ময়লা সংগ্রহ বন্ধ। যারা এই কাজ করে, তারা বলছে আবর্জনা ফেলার নাকি জায়গা নেই। যেটা ছিল সেটা ভরে গিয়েছে। চিকিৎসকদের দাবি, ফলে এতদিনে কয়েকশ কেজি বর্জ্য জমে গিয়েছে। হাসপাতালটি দিঘিরপাড় পঞ্চায়েত এলাকায় অবস্থিত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েতই এই আবর্জনা সংগ্রহ করে ফেলার দায়িত্বে আছে। তারা অবশ্য একটি সংস্থাকে সেই কাজ করার বরাত দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জঞ্জাল সাফাইয়ের জন্য মাসে ৪০ হাজার টাকা করে দিতে হয়। তবে পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট তৈরির কাজ চলছে। সেটা হয়ে গেলে সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছে কর্তৃপক্ষ।





