TRENDING:

South 24 Parganas News: জলে কুমির ডাঙ্গায় বাঘ! শেষমেশ কি অবস্থা মৈপিঠের বাসিন্দাদের, জানুন লেটেস্ট আপডেট

Last Updated:

বাঘ ও কুমিরের আতঙ্ক থেকে কি রক্ষা পেল মৈপীঠ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে স্বস্তি পেল মৈপীঠ। বাঘ ও কুমিরের আতঙ্ক নেমে এসেছিল গ্রামে। সেই আতঙ্ক মুক্ত করে বাঘ ফিরল জঙ্গলে। বাঘ নিজে থেকেই ভোরে আজমলমারি ১২ নম্বর জঙ্গলে চলে যায়। তার পায়ের ছাপ পর্যবেক্ষণ করে বিষয়টি বোঝা যায়। আর কুমিরটিকে ঝাড়খালি রেঞ্জের সূর্যমণি খালে ছাড়া হয়।
বাঘ ফিরল জঙ্গলে
বাঘ ফিরল জঙ্গলে
advertisement

মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায় লোকালয় সংলগ্ন জঙ্গলে রাতে বাঘ দেখতে পেয়েছিলেন এক বাসিন্দা। এরপর আতঙ্ক ছড়ায় গ্রামে। বন দফতরের খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নজরদারি শুরু করেন। পটকা ফাটানো হয়। রাতে পাহারায় বসেন টাইগার কুইক রেসপন্স টিমের কর্মীরা।

আরও পড়ুন: হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি! অসুস্থ হয়ে পড়ছে গরু-ছাগল! সুস্থ রাখুন এই সহজ উপায়ে

advertisement

ঘর থেকে বাসিন্দাদের বেরতে নিষেধ করা হয়। সকালে লোকালয় সংলগ্ন জঙ্গলে নেমে পায়ের ছাপ ধরে পর্যবেক্ষণ চালান বনকর্মীরা। দেখতে পান, নদীর দিকে বাঘের পায়ের ছাপ। বুঝতে পারেন বাঘ নিজেই জঙ্গলে চলে গিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্য দিকে কুমিরটি ছিল পাঁচ ফুট লম্বা। সেটিকে নিয়ে ঝড়খালি রওনা দেন বনকর্মীরা। তারপরে খালে ছেড়ে দেন। সব মিলিয়ে বাঘ ফিরল জঙ্গলে, পুকুর থেকে কুমির উদ্ধার করে ছাড়া হল খালে অবশেষে স্বস্তি পেলেও আবারওবা কখন ঢুকে পড়ে লোকালয়ে সেই আতঙ্কে প্রহর গুনছে মৈপীঠের বাসিন্দারা।

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জলে কুমির ডাঙ্গায় বাঘ! শেষমেশ কি অবস্থা মৈপিঠের বাসিন্দাদের, জানুন লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল