South 24 Parganas News: হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি! অসুস্থ হয়ে পড়ছে গরু-ছাগল! সুস্থ রাখুন এই সহজ উপায়ে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ছোট্ট কয়েকটি টিপস মানলেই গরম-বৃষ্টিতে সুস্থ থাকবে গরু-ছাগল
দক্ষিণ ২৪ পরগনা: দিনকয়েক ধরে প্রচন্ড গরম পড়েছে। সেই গরমে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু। গরম থেকে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলি সমাধানের খোঁজ দিয়েছেন বিএলডিও সত্যজিৎ বেশ্রা।
গরমের মধ্যে গবাদি পশু বিশেষ করে গরু ও ছাগল জ্বরে আক্রান্ত হচ্ছে। এই প্রবণতা দিনের পর দিন বাড়ছে। ফলে চিন্তায় পড়েছেন অনেকেই। এই সংক্রান্ত প্রচুর রিপোর্ট আসছে। মূলত অতিরিক্ত গরমের জন্য গবাদি পশুরা এই জ্বরে আক্রান্ত হচ্ছে।
advertisement
advertisement
সেজন্য সকাল ১০ টার আগে মাঠ থেকে গরু তুলে আনার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠান্ডা জয়গায় গরুগুলিকে বেঁধে রাখা, বিকাল ৩ টের পর আবার গবাদিপশু বাইরে ছাড়তে হবে। গরমের সময় গরুদের ভরপেট খাবার দেওয়া যাবেনা। কারণ ভরপেট খাবার দিলে ডায়রিয়ার মত সমস্যা হতে পারে। এদিকে জ্বর হলে গরুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুড়, ঠান্ডা জল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুড়, ঠান্ডা জলের সঙ্গে লবণ মিশিয়ে দিলে খুব ভাল হয় বলে জানিয়েছেন তিনি। এই সময় গরুর জ্বর চিন্তায় ফেলেছে সকলের। ছাগলের ক্ষেত্রেও একই পরামর্শ রয়েছে। এব্যাপারে একটু সচেতন থাকলে গবাদি পশুগুলি ভাল থাকবে বলে আশাবাদী সকলেই। সেই সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খাওয়ানো যেতে পারে। এই সংক্রান্ত বিষয়গুলি সবারমধ্যে ছড়িয়ে দিতে এলাকায় এলাকায় প্রচার করছে প্রাণীসম্পদ ও কৃষি দফতর।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি! অসুস্থ হয়ে পড়ছে গরু-ছাগল! সুস্থ রাখুন এই সহজ উপায়ে