বর্তমান সমাজে দেখা যায়, কন্যা সন্তান হওয়ার কারণে অনেক নারীকে তার নিজের স্বামীর কাছে অবহেলিত হতে হয়। কন্যা সন্তান জন্মের পরই শুরু হয় মা ও শিশুর প্রতি চরম অবহেলা। কন্যা শিশু ও নারীর প্রতি চরম অবহেলা ও অবিচার হল এ যুগের চরিত্র। আর তাই এই সমাজে যাতে নারীরা তাদের সমান মর্যাদা পায় সেই বিষয়ের উপরও বিশেষ নজর দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: মা দুর্গার শোলার শোপিস…! দাম নামমাত্র, বর্ধমানের এই শিল্পীর হাতের ছোঁয়ায় মুগ্ধ বিশ্ববাংলাও
শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা মাতৃ ও শিশু সুরক্ষা আধিকারিক ডাঃ সায়ন দাস, ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীবৃন্দ, আশাকর্মী ও এএনএম দিদিরা। ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করে দুটি নাটক একটিতে কন্যা ভ্রুণ হত্যা ও নারী পাচার, অন্যটিতে ম্যালেরিয়া নিয়ে সমাজকে সচেতন করার বার্তা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার পাশাপাশি আগামী প্রজন্মের নারীদের সুরক্ষিত করতে এই বিশেষ ব্যবস্থা মূলত স্কুল জীবন থেকেই শুরু হয় তাদের এক নতুন অধ্যায় আর এখান থেকে যদি তারা সচেতন এবং সুরক্ষিত থাকে তাহলে আগামী প্রজন্মের কাছে এক নতুন বার্তা পৌঁছে যাবে। এই ধরনের উদ্যোগ শুধু সোনারপুরেই নয়, জেলাজুড়েই ছড়িয়ে পড়ছে আগামী প্রজন্মকে সচেতন ও সুরক্ষিত করে তোলার লক্ষ্যে।
সুমন সাহা