গত কয়েক বছর ধরে থিম পুজোর দিক থেকে নজর কাড়ছে কাকদ্বীপ শহর। এবারের উৎসবে সেই ধারা বজায় রেখেছে কাকদ্বীপ অমৃতায়ন সংঘ। এছাড়াও পুজো মণ্ডপে ব্যবহার করা হয়েছে একাধিক কাগজের চায়ের কাপ। পরিবেশে প্লাস্টিক দূষণ রোধ করার বার্তা দিতে এই কাজ করা হয়েছে। এদিকে এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সমগ্র মণ্ডপের বিভিন্ন জায়গায় কৃষ্ণের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
উদ্যোক্তাদের দাবি, যেসব সুন্দরবনবাসী দূরত্ব বা সামর্থ্যের কারণে দিঘার জগন্নাথধাম দর্শন করতে পারেননি, তাঁদের জন্য এই মণ্ডপ হবে বাড়তি আকর্ষণ। পুজো মণ্ডপ আগে থেকেই সকলের জন্য খুলে যাওয়ায় এবছর ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিপ্লব দাস জানিয়েছেন, এই পুজো প্রতিবছর মানুষের কাছে নতুন নতুন থিম নিয়ে আবির্ভূত হয়। এবছর সাধারণ মানুষের মধ্যে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে বিপুল আগ্রহ রয়েছে। সেই কথা মাথায় রেখে কাকদ্বীপের অমৃতায়ন সংঘের এই থিম তৈরি করা হয়েছে। যা নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।