ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হওয়া থেকে অন্য সমস্যা! সাইবার প্রতারণার সমাধানে এবার বড় পদক্ষেপ মালদহ পুলিশের
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
মালদহবাসীদের এবার সুখবর দিল জেলা পুলিশ, সাইবার প্রতারণা ঠেকাতে নেওয়া হল বড় পদক্ষেপ। পুলিশের এমন পদক্ষেপে হাঁফ ছেড়ে বাঁচবেন লক্ষ লক্ষ মানুষ, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
advertisement
advertisement
মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, "জেলায় মোট ১৬ টি থানা রয়েছে। যার মধ্যে একটি মহিলা থানা এবং একটি সাইবার ক্রাইম থানা। আর এই বিশেষ দুই থানা অবস্থিত মালদহ শহরে। আয়তনে অনেক বড় মালদহ জেলা। শহর থেকে প্রায় ৯০-১০০ কিমি দূরত্বে রয়েছে অনেকটি থানা এলাকা। সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য হরিশ্চন্দ্রপুর, চাঁচল ইত্যাদি এলাকা থেকে মানুষদের আসা-যাওয়ার ক্ষেত্রে অনেকটা সময় লাগে।"
advertisement
তিনি আরও জানান, "জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য ছুটে আসতে হয় শহরে। দূর থেকে আসা-যাওয়ার ফলে অনেকটা সময় নষ্ট হত। আবার অনেক সময় তাদের নথি সংক্রান্ত একটু ভুল থাকার ফলে ফেরত যাওয়া আসা নিয়ে সমস্যায় পড়তে হত। তাই জেলাবাসীদের এই সমস্যাগুলোকে মাথায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।"
advertisement
সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে অধিকাংশ পরিমাণে আর্থিক প্রতারণার অভিযোগ দেখা দেয়। জেলায় একটি মাত্র সাইবার ক্রাইম থানা থাকায় অনেক সময় সামাল দিতে হিমশিম খেতে হত পুলিশ কর্তাদের। তবে এবারে জেলার প্রতিটি থানায় হেল্প ডেস্ক চালু হওয়ার পর আর্থিক প্রতারণার সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলবে জেলাবাসীকে বলে দাবি জেলা পুলিশ প্রশাসনের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)









