কৃষকদের বীজ প্রদান
এই অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বিধায়ক। কৃষকদের জানান হয়, সরকার উন্নত বীজ দিচ্ছে, যাতে কৃষকরা সঠিক চাষাবাদ করতে পারেন এবং ভাল ফল পান।
আরও পড়ুন: ৩০০ মিটারেই যত ঝামেলা! এই দূরত্ব পার করতেই ভাঙছে হাত-পা, ফাটছে মাথা! নাম খারাপ হচ্ছে গঙ্গাসাগরের
advertisement
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরে স্থানীয় বিধায়ক ও জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়া জয়নগর দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যাধ্যক্ষ। তিনি জানান, “কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে এই বীজ প্রদান করা হয় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী।” এদিনের বীজ পেয়ে উপকৃত হয় এই সমস্ত এলাকার কৃষকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বীজ পাওয়ার ফলে চাষের ক্ষেত্রে এবং এই সময় মৌসুমি আবহাওয়াতে সময়মত বীজ রোপণ করতে পারবেন। এই বীজ এই সমস্ত এলাকায় কৃষিক্ষেত্রে এক বিপ্লব। সাধারণত এই সমস্ত সুন্দরবন এলাকা বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের জন্য ধানের বীজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বীজ নষ্ট হয়ে যায়। তাই সরকারের পক্ষ থেকে এই বীজ পাওয়াতে অনেকটাই উপকারে আসবে বলে মনে করছেন এই সমস্ত এলাকার কৃষকরা।
সুমন সাহা






