South 24 Parganas News: ৩০০ মিটারেই যত ঝামেলা! এই দূরত্ব পার করতেই ভাঙছে হাত-পা, ফাটছে মাথা! নাম খারাপ হচ্ছে গঙ্গাসাগরের

Last Updated:

South 24 Parganas News: গঙ্গাসাগরে বেহাল ৩০০ মিটার রাস্তা কে সারাবে তা নিয়েও ঝামেলার শেষ নেই, সামান্য রাস্তা হওয়ার কারণেই যত সমস্যা

+
বেহাল

বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের

গঙ্গাসাগর: গঙ্গাসাগরের কীর্তনখালি গ্রামের স্কুলে যাওয়ার রাস্তা বেহাল। সেই রাস্তা আবার ব্যবহার করেন গ্রামবাসীরা। ফলে অসুবিধায় পড়েছেন সকলেই। কীর্তনখালি গ্রামের এই রাস্তাটি প্রায় ৩০০ মিটার দীর্ঘ। এখনও এই রাস্তাটি ইটের রাস্তা হিসেবে থেকে গিয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। সমস্যার কথা সব জায়গায় বলেও কোন কাজ হচ্ছেনা।
দক্ষিণ ২৪ পরগনার এই রাস্তার শেষ প্রান্তে রয়েছে প্রাইমারি স্কুল। এই পথ দিয়ে যাওয়ার সময় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। যদিও এই ঘটনা নিয়ে জিবিডিএ-র ভাইস চেয়ারম্যান তথা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র জানান, এই রাস্তাটির দৈর্ঘ্য খুবই কম। ফলে জেলা পরিষদ বা অন্য স্কিম থেকে করা যাচ্ছে না। এটি পঞ্চায়েত থেকে করতে হবে। বিষয়টি নজরে এসেছে। পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।
advertisement
advertisement
যদিও গ্রামবাসীরা রাস্তার সমস্যা কি হয়েছে সেই কথা সব জায়গায় জানিয়েও কোন উত্তর পায়নি। তাদের দাবি যোগাযোগের জন্য একমাত্র এই রাস্তাটির উপরেই নির্ভর করতে হয়। খারাপ রাস্তার জন্য মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার মুখে পড়তে হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের দাবি, সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এই রাস্তায়। কিন্তু কেন এই ঘটনা ঘটেছে সেই উত্তর নেই কারো কাছে। এখন এই রাস্তা সংস্কার হবে কিনা, সে দিকেই এখন তাকিয়ে সকল গ্রামবাসীরা।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৩০০ মিটারেই যত ঝামেলা! এই দূরত্ব পার করতেই ভাঙছে হাত-পা, ফাটছে মাথা! নাম খারাপ হচ্ছে গঙ্গাসাগরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement