TRENDING:

South 24 Parganas News: এত তো ঘোরেন, ফ্রেজার সাহেবের বাংলো গেছেন কখনও? সব শেষ হওয়ার আগে ঘুরে আসুন

Last Updated:

ফ্রেজারগঞ্জ বকখালির খুব কাছে পর্যটকদের একটি অত‍্যন্ত জনপ্রিয় জায়গা। এখানে রয়েছে ফ্রেজার সাহেবের বাংলো। তবে কালের নিয়মে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে চলছে এই বাংলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা: ফ্রেজারগঞ্জ বকখালির খুব কাছে পর্যটকদের একটি অত‍্যন্ত জনপ্রিয় জায়গা। এখানে রয়েছে ফ্রেজার সাহেবের বাংলো। তবে কালের নিয়মে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে চলছে এই বাংলো। এই বাংলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, রয়েছে অনেক কল্পকাহিনী। রয়েছে প্রেম, গুপ্তহত‍্যা, ভৌতিক পরিবেশ। এই গল্পের নায়ক স‍্যার আন্ড্রু ফ্রেজার। ১৯০৩ থেকে ১৯০৮ পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি। তবে অত‍্যাচারী শাসকের নামে কেন এই জায়গার নাম। তা জানতে হলে আপনাকে পুরো গল্প পড়তেই হবে।
ফ্রেজার সাহেবের বাংলোর অতিথিশালা
ফ্রেজার সাহেবের বাংলোর অতিথিশালা
advertisement

শোনা যায়, যে কলকাতায় যাওয়ার পথে ফ্রেজার সাহেবের জাহাজ এই জায়গায় দূর্ঘটনাগ্রস্থ হয়। পরে অর্ধমৃত অবস্থায় ফ্রেজার সাহেবকে এক গ্রাম‍্য কিশোরী উদ্ধার করে। এরপর ফ্রেজার সাহেব এখানেই থাকতে শুরু করেন। এদিকে এই খবর ফ্রেজার সাহেবের স্ত্রীর কানে পৌছানোর পর থেকে আর ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়নি। কেউ বলেন খুন, কেউ বা বলেন গুপ্তহত‍্যা তবে ঠিক কী হয়েছিল তা জানা যায়নি।

advertisement

View More

তারপর থেকে ফ্রেজারসাহেবের এই বাংলো রয়ে গিয়েছে সেখানে। তবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে ও সমুদ্রের করাল গ্রাসে বিলীন হয়ে যেতে বসেছে এই বাংলো। এখনও কোনও রকমে টিকে আছে অতিথিশালার কিছু অংশ। সেটিও সমুদ্রগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। সেজন্য ইতিহাসের সলিল সমাধি হওয়ার আগে দেখে আসুন এই ফ্রেজার সাহবের বাংলোর অবশিষ্টাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এত তো ঘোরেন, ফ্রেজার সাহেবের বাংলো গেছেন কখনও? সব শেষ হওয়ার আগে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল