South 24 Parganas News: মন্ত্রীর কাজ তো এমনই! গঙ্গাসাগরে যা ঘটল আর মন্ত্রী যা করলেন, মানুষের মনে থাকবে বহুদিন
- Published by:Raima Chakraborty
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Parganas News: দুর্ঘটনা জানার পর সোমবার তড়িঘড়ি তাঁর বাড়ি পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
কাকদ্বীপ: গঙ্গাসাগরে ভয়াবহ আগুনে পুড়ল গৃহস্থের বাড়ি। ওই গৃহস্থের নাম নুর হোসেন। আগুনে তাঁর সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়েছে। এই খবর জানার পর সোমবার তড়িঘড়ি তাঁর বাড়ি পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
নুর হোসেনের বাড়ি পরিদর্শনের পর পরিবারের সকলকে কাপড়, থালা সঙ্গে ১০ হাজার টাকার চেক তুলে দেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজে এই ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যাওয়ায় খুশি ওই পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল। ক্রমে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। স্থানীয় বাসিন্দারা আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে, আগুন নেভানোর কাজে হাত লাগালেও তাঁরা ব্যর্থ হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: পাড়ার মধ্যে হিসহিস আওয়াজ, শেষমেশ যে 'দানবের' খোঁজ মিলল, ভয়ে ঘুম আসছে না কারও
এরপর এই খবর যায় সাগর থানায়। সেখান থেকে খবর যায় দমকলে। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় ঘরটির পঁচনাব্বই শতাংশ অংশ পুড়ে যায় বলে খবর। আগুন লাগার ফলে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় পরিবারটি। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর সঙ্গে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন বলেন খবর।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 8:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মন্ত্রীর কাজ তো এমনই! গঙ্গাসাগরে যা ঘটল আর মন্ত্রী যা করলেন, মানুষের মনে থাকবে বহুদিন