TRENDING:

ফলনের আকাল! পড়াশোনার পাশাপাশি এই বিশেষ সবজির চাষ শেখানো হবে পড়ুয়াদের, উৎপাদন বাড়াতে শেষ ভরসা রাজ্যের স্কুলগুলো

Last Updated:

আদার উৎপাদন বৃদ্ধি করতে এবার স্কুলে স্কুলে করা হবে চাষ। এক অভিনব উদ্যোগ নিয়েছে উদ্যান পালন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ শাক-সবজির চাষ হয়েই থাকে বিভিন্ন স্কুলে। অনেক স্কুলে আবার বাগানের ফলন দিয়েই মিড-ডে মিল তৈরি করা হয়। তবে এই প্রথমবার রাজ্যের স্কুলে স্কুলে আদার চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আদার উৎপাদন বৃদ্ধি করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে উদ্যান পালন দফতর।
স্কুলে স্কুলে আদা চাষের উদ্যোগ
স্কুলে স্কুলে আদা চাষের উদ্যোগ
advertisement

আপাতত প্রতি জেলায় ২০টি করে স্কুলকে বাছাই করা হয়েছে আদা চাষের জন্যে। আধিকারিকরা সেই স্কুলগুলোতে গিয়ে দেখিয়ে দেবেন, কীভাবে আদা চাষ করতে হয়। মূলত গ্রো ব্যাগের (পলিথিন দিয়ে তৈরি) মধ্যে আদার চারা পুঁতে চাষ হবে। সেটি ঘরের বারান্দায়, স্কুলের ছাদে ইত্যাদি স্থানে রাখা যাবে। তার জন্য বিঘের পর বিঘে জমি দরকার পড়বে না।

advertisement

আরও পড়ুনঃ পায়রার নেশা! পাখিদের পরিচর্যায় হরেক ব্যবস্থা! আন্তর্জাতিক স্তরে স্বপ্ন উড়ানে প্রস্তুত জয়নগরের যুবক

দফতরের দাবি, স্কুলের শিশুরাও এই চাষ অনায়াসে করতে পারবে। রাজ্যে কমবেশি ১ লক্ষ ৩৯ হাজার টন আদা উৎপাদন হয়। এই চাষ সব থেকে বেশি হয় দার্জিলিং ও কালিম্পং জেলায়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারেও কমবেশি চাষ হয়। কিন্তু ইদানিংকালে যেভাবে আদা গাছে রোগ ধরছে, তাতে মার খাচ্ছে উৎপাদন। অনেক কৃষক আদার চাষ আর করছেন না। তাই রাজ্যজুড়ে আদার ফলন বৃদ্ধি করতে স্কুলগুলোকেই একপ্রকার টার্গেট করেছে উদ্যানপালন দফতর।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই চাষ করতে কোনও বড় প্রস্তুতির প্রয়োজন নেই। তাই স্কুলের শিশুরা এই পদ্ধতি শিখে নিলে তাদের থেকে অভিভাবক এবং শিক্ষকরাও বিষয়টি জেনে নিতে পারবেন। দফতরের আধিকারিকেরা মনে করছে, এভাবে স্কুল ও বাড়িতে আদার চাষের প্রবণতা বাড়লে রাজ্যের সামগ্রিক উৎপাদন বৃদ্ধি পাবে। তাছাড়া মিড ডে মিল তৈরিতে আদা লাগলে স্কুলের বাগান থেকেই সেটা সরবরাহ করা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফলনের আকাল! পড়াশোনার পাশাপাশি এই বিশেষ সবজির চাষ শেখানো হবে পড়ুয়াদের, উৎপাদন বাড়াতে শেষ ভরসা রাজ্যের স্কুলগুলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল