চাষিরা জানাচ্ছেন, জল নিকাশির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমিতে জল দাঁড়িয়ে পড়েছে। সবজির ক্ষেত কার্যত জলমগ্ন। সবজি গাছের মাটির সঙ্গে মিশে জল জমে। হাজার হাজার টাকা ক্ষতির আশঙ্কায় মাথায় হাত সবজি চাষিদের। তার জেরে অস্বাভাবিক দামবৃদ্ধি শাক-সব্জির।
আরও পড়ুন: গাদা গাদা ইলিশ…! বাগে আসছে মৎস্যজীবীদের, দাম বাড়ার আশঙ্কা, কেন ঘটছে এমন ঘটনা
advertisement
শহরের বাজারগুলিতে কাঁচা আনাজের দামে কার্যত আগুন লেগেছে। প্রয়োজনের তুলনায় কম পরিমাণ সব্জি কিনতে বাধ্য হচ্ছে মানুষ। সমস্যা শুধু সাধারণ মানুষের নয়। ফসলের ন্যায্য দাম না পেয়ে মাথায় হাত কৃষকদেরও। পাশাপাশি পাইকারি বাজারেও সক্তির মূল্য চড়া। ফলে কিনে লোকসানের মুখে খুচরো বিক্রেতারাও। সবমিলিয়ে মূল্যবৃদ্ধির আঁচে সব মহলের। কেঁদে ফেলার মত অবস্থা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সপ্তাহ খানেক ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতেই চরম ক্ষতির মুখে পড়েছেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলী, সাভা, বাসন্তী, ক্যানিং, ভাঙড় এই সমস্ত এলাকার সবজি চাষিরা। জমিতে গিয়েই মন খারাপ চাষিদের। বিঘার পর বিঘা জমির সবজি গাছের গোড়ায় জমে গিয়েছে জল। চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। চাষিরা জানিয়েছেন, লাভের আশায় তারা বিভিন্ন সবজি চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সবজি গাছের চারা ভেঙ্গে গাছও মাটিতে লুটিয়ে পড়েছে। কীভাবে ক্ষতিপূরণ হবে, এদিকে তাকিয়ে দক্ষিণ ২৪ পরগনার চাষিরা।
সুমন সাহা