Ilish: গাদা গাদা ইলিশ...! বাগে আসছে মৎস্যজীবীদের, দাম বাড়ার আশঙ্কা, কেন ঘটছে এমন ঘটনা

Last Updated:

Ilish: সমুদ্রে রয়েছে ইলিশ, দেখা মিলছে তাদের। কিন্তু মৎস্যজীবীরা সেই ইলিশ ধরব ধরব করেও ধরতে পারছেন না। বাধ সাধছে আবহাওয়া।

+
ইলিশ

ইলিশ

দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রে রয়েছে ইলিশ, দেখা মিলছে তার। কিন্তু মৎস্যজীবীরা সেই ইলিশ ধরব ধরব করেও ধরতে পারছেন না। বাধ সাধছে আবহাওয়া। এ নিয়ে হতাশ মৎস্যজীবীরা। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, “দু’দিন পরপর আবহাওয়ার সতর্কতা আসছে। এভাবে চললে ব্যবসায়ে প্রচুর ক্ষতি হচ্ছে। তেল, বরফ লোড করতে প্রচুর খরচ হয়। সেই বোট ফিরে আসলে ক্ষতি তো হবেই।” আর মৎস্যজীবীদের ক্ষতি হলে দাম বাড়বে ইলিশেরও।
তবে আশা করা যাচ্ছে আবহাওয়া কাটলেই ইলিশ ধরা পড়বে। কারণ ইলিশ সমুদ্রে রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপর গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া সমুদ্রও উত্তাল রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল, বেশিরভাগ মৎস্যজীবী ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি চলে এসেছেন। মাছ খুব একটা বাজারে আসছেনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর মৎস্যজীবীরা ভেবেছিলেন ভাল পরিমাণে মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপর থেকে সমুদ্র উত্তাল রয়েছে। হাতে গোনা কয়েক দিন সমুদ্রে মাছ ধরা গিয়েছে। তবে পরিস্থিতি বদলালে বলে আশাবাদী মৎস্যজীবীরা।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ilish: গাদা গাদা ইলিশ...! বাগে আসছে মৎস্যজীবীদের, দাম বাড়ার আশঙ্কা, কেন ঘটছে এমন ঘটনা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement