তিনি জানিয়েছেন, এই ইলিশ সমুদ্রের ইলিশ নয়। ফলতায় যে নদী রয়েছে সেখান থেকে ধরে আনা সুস্বাদু ইলিশ। পঠনপাঠনের সঙ্গে মধ্যাহ্ন ভোজ আকর্ষণীয় করার জন্য এই ইলিশ উৎসবের আয়োজন করা হয়। স্কুলের ৪০৫ জন শিক্ষার্থী মহা আনন্দে এই ইলিশ উৎসবে অংশগ্রহণ করে। ইলিশ উৎসবের মেনুতে ছিল আলুভাতের সঙ্গে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা ও ভাপা।
advertisement
আরও পড়ুন: ‘কেদারনাথের কালী মন্দির’, জমে ওঠে কৌশিকী অমাবস্যায়! জানুন বাংলায় কোথায় রয়েছে এই মন্দির
সেসময় সেখানে দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকার একাধিক গুণি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুলে আয়োজিত হওয়া এই ইলিশ উৎসবে কব্জি ডুবিয়ে খেয়েছে স্কুলের কচিকাঁচারা। ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই ইলিশ উৎসব আয়োজিত হওয়ায় খুশি খুদেরা। ইলিশ খেতে গিয়ে যাতে কারোও গলায় কাঁটা বেঁধে অসুবিধা না হয় সেজন্য ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের এই ইলিশ উৎসব নিয়ে খুশি ছাত্র-ছাত্রীদের অভিভাবকগনও। এই ইলিশ উৎসব নিয়ে ফলতা এফপি স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর খুবই খুশি। তিনি জানিয়েছেন বিগত বেশ কয়েকবছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছেন তিনি। ছাত্র-ছাত্রীদের কাছে থেকে এ নিয়ে ভাল সাড়া পেয়েছেন তিনি।