আরও পড়ুন: পোড়া ঘরে ছাই হাতড়ে বইয়ের পাতা খুঁজছে মাধ্যমিক পরীক্ষার্থী! ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে!
২০১৭ সালে এক প্রাকৃতিক বিপর্যয়ের পর তারা তৈরি করেছিল নিজেদের দল ‘আমরা আপনজন’। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়।কেটে গিয়েছে ঘূর্ণিঝড় আমফান, ইয়াস। আমরা আপনজন তখন সত্যিই আপনজন হয়ে উঠেছিল সকলের। সম্প্রতি তারা সিদ্ধান্ত নেয় গ্রুপের সদস্যদের জন্মদিন হোক বা অন্য কিছু আনন্দ উৎসব।সকলে সেই দিনটি পালন করবেন গরীব দু:স্থদের মধ্যে। ডায়মন্ডহারবারের যুবকদের এই উদ্যোকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সম্প্রতি ডায়মন্ড হারবারের আবদালপুর, দেউলপোতা সহ বেশ কিছু ইটভাটায় সেই উপলক্ষে তারা পৌঁছে গিয়েছিলেন।
advertisement
কখনও বিধ্বংসী ঝড়ে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে ত্রান পৌঁছে দেওয়া, আবার কখনও আবার মৎস্যজীবী পরিবারের শিশুদের পাশে দাঁড়ান। এই সবকিছু করে নজির সৃষ্টি করেছে এই যুবকেরা।ভবিষ্যতে তারা আরও মানু?এর জন্য কাজ করে তাদের আপনজন হয়ে উঠতে পারে এই কামনাই করছেন তাঁরা।
নবাব মল্লিক