এর আগে কাকদ্বীপ থেকে খুদে দুই প্রতিযোগী নাম রূপায়ণ রাজ ও বর্ণিতা ঘরামি সুযোগ পেয়েছিল। ফলে দক্ষিণ ২৪ পরগনার শিশু ও কিশোররা আন্তর্জাতিক স্তরে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পেল। কেরলের রাজীব গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রতিটি রাজ্য থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখানে তারা নিজেদের দক্ষতা প্রমাণ করার পর এই সুযোগ মিলেছে।
advertisement
তিনজনেই দক্ষিণ ২৪ পরগনার শিরাকোল এলাকার প্রশিক্ষক সুজিত কুমার মণ্ডলের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। এ নিয়ে সুজিত কুমার মন্ডল জানান, “এই শিশু প্রতিভাগুলি একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু অর্থসংকট ওদের স্বপ্নকে থামিয়ে দিতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় ভয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মুহূর্তে তারা পড়াশোনার পাশাপাশি মন দিয়ে যোগাসন অনুশীলন করছে। তবে এখন একটু বেশি করে অনুশীলন করতে হচ্ছে। আন্তর্জাতিক স্তরে সাফল্য তাদের একমাত্র লক্ষ্য এখন। সেই লক্ষ্যেই কঠোর অনুশীলন করছে তারা। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঁচজন প্রতিযোগীর মধ্যে একজন প্রতিযোগীও যদি পুরস্কার আনতে পারে তবে সেটি জেলার জন্য খুবই গর্বের হবে বলে মনে করছেন তাঁরা।