TRENDING:

Cooking Competition: কম তেল, মশলা ব্যবহারে পুষ্টিকর রান্নার প্রতিযোগিতা! ঝাঁকে ঝাঁকে এলেন মহিলারা, ২০ মিনিটের 'জাদুতে' পুষ্টিবিদের মন খুশ

Last Updated:

South 24 parganas Cooking Competition: কম তেল, মশলা ব্যবহারে পুষ্টিকর খাবার বানানোর জন্য রন্ধন প্রতিযোগিতা কাশীনগরে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কীভাবে স্কুলে স্কুলে সয়াবড়ি রাঁধেন তা দেখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা: কম তেল, মশলা ব্যবহারে পুষ্টিকর খাবার বানানোর জন্য রন্ধন প্রতিযোগিতা কাশীনগরে। এই রন্ধন প্রতিযোগিতা উপলক্ষ্যে আনা হয় ফায়ার ব্রিগেডের কর্মীদের। যা দেখে খুশি মহিলারা।
advertisement

সয়াবড়ি, টমেটো দিয়ে রান্নার আয়োজন। মোট ১১টি দলে একজন রাঁধুনি ও একজন সহযোগি নিয়ে ২৪ জন অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। রীতিমত পুষ্টিবিদ এনে সেই রান্না পরীক্ষা করে তবেই ফলাফল ঘোষণা করা হয়। রান্নার সময় যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেজন্য এসেছিল ফায়ার ব্রিগেড।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় প্রথমবার লুধিয়ানার শীতবস্ত্র মেলা! ২০০ টাকা থেকে কাশ্মীরের সোয়েটার, চাদর! এ সুযোগ বারবার আসবে না

advertisement

রান্নার জন্য সয়াবড়ি, মশলা, তেল, নুন-সহ সমস্ত উপকরণ সরবরাহ করেছিল উদ্যোক্তারা। রাঁধুনিদের দেওয়া হয়েছিল টার্গেট। ২০ মিনিটে এই রান্না সম্পূর্ণ করতে বলা হয়েছিল তাদের। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কীভাবে স্কুলে স্কুলে সয়াবড়ি রাঁধেন তা দেখতে এই প্রতিযোগিতা বলে জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতিমা ভুঁইয়া খাঁ। এই প্রতিযোগিতা ভাল সাড়া ফেলে দিয়েছে এলাকায়।

advertisement

View More

আরও পড়ুনঃ সাদা চাদরের উপর রঙিন শিল্পের মেলা! রাস্তায় বসে কাজ, চ্যালেঞ্জই সঙ্গী, তবে চাহিদা আজও অটুট

এই প্রতিযোগিতা দেখতে প্রচুর মহিলারা সেখানে এসেছিলেন। এসেছিলেন রায়দিঘি কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রফেসারগণ। তাঁরা খাদ্যের গুণমান পরীক্ষা করেন। কম সময়ে কীভাবে পুষ্টিকর খাদ্য রাঁধা যায়। তা হাতেকলমে দেখা হয় এখানে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অভাবের কাছে অসহায়তার জয়! হারিয়ে যাচ্ছে তরুণ অ্যাথলিটের স্বপ্ন, সহযোগিতার আর্জি
আরও দেখুন

এ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক মহিলা রানু মন্ডল জানিয়েছেন, এই প্রতিযোগিতা মেয়েদের মধ্যে ভাল সাড়া ফেলে দিয়েছে। ফলে সকলেই খুব খুশি। আগামীদিনে আরও বেশি করে মহিলারা এইরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। মহিলারা নিজেরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ফলে খুশি উদ্যোক্তা থেকে প্রতিযোগী সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cooking Competition: কম তেল, মশলা ব্যবহারে পুষ্টিকর রান্নার প্রতিযোগিতা! ঝাঁকে ঝাঁকে এলেন মহিলারা, ২০ মিনিটের 'জাদুতে' পুষ্টিবিদের মন খুশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল