গঙ্গাসাগর মেলায় প্রতি বছর দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। সঙ্গে আসে বহু প্লাস্টিকের বোতল সহ অন্যান্য প্লাস্টিকের সামগ্রী। দূষণ রুখতে মেলা প্রাঙ্গণ থেকে সেগুলি সংগ্রহ করে সাগর ব্লক প্রশাসন। সেই সংগৃহীত প্রচুর প্লাস্টিক সামগ্রীই নানা পদ্ধতির মধ্য দিয়ে এবার রাস্তা তৈরির কাজে ব্যবহার করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সেই সামগ্রী রাস্তা তৈরীর বিটুমিনাসের সঙ্গে যোগ করে ব্যবহার করা হচ্ছে। বাস্তুকারদের দাবি এতে রাস্তার গঠন অনেক মজবুত হবে। পাশাপাশি বিটুমিনাসের পরিমাণ কম লাগবে। ফলে দূষণও কম হবে। ফলে একদিকে যেমন প্লাস্টিক পরিবেশের সঙ্গে মিশতে পারবে না, তেমনই কম পরিমাণ বিটুমিনাসের ব্যবহার কার্বন ডাই অক্সাইড নিঃসরণও কমাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামীদিনে সাগর ব্লকের পাশাপাশি জেলার আরও নটা জায়গায় এই প্লাস্টিক সংগ্রহ ও তা পুনরায় ব্যবহারের ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এছাড়াও এই রাস্তার স্থায়িত্ব যদি সাধারণ বিটুমিনাসের রাস্তার থেকে বেশি ও ভাল হয় তাহলে আগামীদিনে জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা তৈরিতে এই পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
সুমন সাহা





