HS Exam 2025: কেউ ভুলেছে অ্যাডমিট কার্ড, কেউ ভুল পরীক্ষাকেন্দ্রে! উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের মসিহা সেই পুলিশ আর সিভিকরাই
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
West Bengal WBCHSE HS Class 12th Exam 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল পুলিশ ও সিভিকরা
দক্ষিণ ২৪ পরগনার: পুলিশি তৎপরতায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারল পশ্চিম গাববেরিয়া হাইস্কুলের এক ছাত্র ও এক ছাত্রী। জয়নগর থানার অন্তর্গত সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। পরীক্ষার নিয়ম-শৃঙ্খলার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের সমস্যা তারা বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে থাকে।
দক্ষিণ বারাশতের পশ্চিম গাববেরিয়া হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে দক্ষিণ বারাশত শিব দাস আচার্য উচ্চ বিদ্যালয়ে। সোমবার পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা গ্রহণ কেন্দ্রে অ্যাডমিট ফেলে আসে পশ্চিমগাববেড়িয়া এলাকার আনন্দ নস্কর নামে এক ছাত্র। পরীক্ষার গ্রহণ কেন্দ্রে পৌঁছেই সে বুঝতে পারে অ্যাডমিট কার্ডটি আনতে ভুলে গিয়েছে। এ খবর পরীক্ষা গ্রহণ কেন্দ্রের বাইরে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা জানতেই ওই ছাত্রকে মোটর বাইকে বসিয়ে তৎক্ষণাৎ নিয়ে চলে যায় তার বাড়িতে এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে দ্রুত পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ফিরে আসে এবং ওই ছাত্র নির্দিষ্ট সময়ে পরীক্ষা দেওয়া শুরু করে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে পশ্চিম গাববেরিয়া হাই স্কুলের ছাত্রী রেহেনা গাজী দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়ে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তার নাম না দেখতে পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে। পরীক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে সে জানতে পারে, সে ভুল পরীক্ষাগ্রহণ কেন্দ্রে ঢুকে পড়েছে। তার পরীক্ষার সিট পড়েছে দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ে, এই ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি কর্তব্যরত পুলিশকর্মীরা ওই ছাত্রীকে নিয়ে মোটরবাইকে চেপে পৌঁছে যায় সারদামণি বালিকা বিদ্যালয়ে এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষায় বসে ওই ছাত্রী।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2025 2:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Exam 2025: কেউ ভুলেছে অ্যাডমিট কার্ড, কেউ ভুল পরীক্ষাকেন্দ্রে! উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের মসিহা সেই পুলিশ আর সিভিকরাই







