TRENDING:

Durga Puja 2025: ক্যানিংয়ের মণ্ডপে প্রস্তুত অভিনব লেজার শো! কলকাতা থেকে ছুটে আসবেন দর্শনার্থীরা, দাবি বিধায়কের

Last Updated:

ক্যানিংয়ের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম 'এই' পুজো এবার ৪২ তম বর্ষে পদার্পণ করেছে এই। রাজস্থান রাজ্যের যোধপুর শহরে অবস্থিত রাজপ্রাসাদের আদলেই এবারের মণ্ডপ তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: ক্যানিংয়ের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম মিঠাখালি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবার ৪২ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। রাজস্থান রাজ্যের যোধপুর শহরে অবস্থিত রাজপ্রাসাদের আদলেই এবারের মণ্ডপ তৈরি হয়েছে। অন্যদিকে প্রতিমা তৈরিতেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। দুধের সর, চালের শিষ দিয়ে তৈরি হয়েছে প্রতিমা।
advertisement

প্রতি বছরই এই পুজো উদ্যোক্তারা নতুন নতুন থিম করে দর্শকদের উপহার দেন। যোধপুর প্যালেসের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। তেমনই মণ্ডপের ভিতরে নানা রঙের কাঁচ দিয়ে তৈরি হচ্ছে অপরূপ কারুকাজ। মণ্ডপের মধ্যে শোভা পাচ্ছে বিশালাকার একটি ঝাড়বাতি। মণ্ডপ সজ্যায় চমকের পাশাপাশি চন্দননগরের আলোকসজ্জা ও লেজার শো দর্শকদের মুগ্ধ করবে বলেই দাবি এই পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক তথা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের।

advertisement

আরও পড়ুন: এতদিন ছিল বড় বড় রেল স্টেশনে, এবার সেই অত্যাধুনিক প্রযুক্তি পেল মালদহ! বেড়ে গেল কয়েকগুণ যাত্রী সুরক্ষা

View More

বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার এই মণ্ডপের উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক পরেশ রাম দাস বলেন, তারা এখন আর কলকাতা ঠাকুর দেখতে যান না, কলকাতার মানুষেরাই এখানে আসেন এবন আসবেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিগত কয়েক বছর ধরে এই পুজো জেলার সেরা পুজোর তকমা পেয়ে আসছে। এই পুজো দেখতে শুধু জেলার বিভিন্ন প্রান্ত থেকে নয়, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকেও এলাকার মানুষ আসেন। প্রতি বছরও নতুন নতুন থিমের মণ্ডপ, প্রতিমা তাঁরা তৈরি করে দর্শকদের আনন্দ দেন। এবারও তাঁদের তৈরি রাজস্থানের যোধপুর প্যালেস তৈরি করেছেন তারা। পাশাপাশি যোধপুর প্যালেসের ইতিহাস লেজার শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ক্যানিংয়ের মণ্ডপে প্রস্তুত অভিনব লেজার শো! কলকাতা থেকে ছুটে আসবেন দর্শনার্থীরা, দাবি বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল