বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় জনজীবন ব্যাহত, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে স্থানীয়দের বিভিন্ন দৈনন্দিন কাজে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। এখানে হাসপাতাল মোড় থেকে অঞ্চল অফিসে যাওয়ার রাস্তার ঢোকার মুখেই জলে থৈ থৈ অবস্থা। বিশেষ করে হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় উত্তর মহেন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির রাস্তায় জল জমেছে।
advertisement
আরও পড়ুন: উত্তাল ঢেউ…! নৌকা থেকে ছিটকে সোজা সমুদ্রে, যাচ্ছে তাই পরিণতি মৎস্যজীবীর
যার ফলে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা ব্যাহত, জলের কারণে সমবায়ের সারের ব্যবসায় ব্যাঘাত ঘটেছে। সমবায়ের মধ্যে বারান্দায় জল জমে চরম বিপর্যয়ের মুখেছে পড়ে এই সমবায় কেন্দ্রটি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জল নিকাশির অপব্যবস্থার কারণে জল যন্ত্রণার মধ্যে কাটাতে হচ্ছে এলাকার মানুষদের। এখনও চলছে বৃষ্টি, থামার লক্ষণ নেই। যার ফলে সমবায় পরিষেবা মিলছে না। দ্রুত এই অবস্থার পরিবর্তন চেয়েছেন সকলেই। তবে এই সমবায় সমিতিতে সার থাকায় সেগুলি নষ্ট হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
নবাব মল্লিক